সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছরের প্রথম একাদশী আজকে, পৌষ পুত্রদা একাদশীর মহত্ব কতটা?

আজ বছরের দ্বিতীয় দিন। এবং বছরের প্রথম একাদশী। হিন্দু পঞ্জিকা মতে প্রতিমাসে দুটি করে একাদশী থাকে। প্রতিবছরের ২৪ টি একাদশী পালন করা হয়। এর মধ্যে অন্যতম হল পুত্রদা একাদশী। পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে প্রথম এই পুত্রদা একাদশী পালন করা হয়। আজই পৌষ মাসের শুক্ল পক্ষের সেই একাদশী পালিত হচ্ছে।

এই তিথির শুভক্ষণ পারনের সময় ব্রতের নিয়ম এবং ব্রতকথা সম্পর্কে জানেন কিছু! এই একাদশী তিথি শুরু হয়েছে গতকাল অর্থাৎ ১ লা জানুয়ারি সন্ধ্যা ৭ঃ১১ থেকে। তিথি সমাপ্ত হবে আজ অর্থাৎ ২ জানুয়ারি রাত ৮ঃ৩০ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী ২ জানুয়ারি পুত্রদা একাদশী পালন করা হবে। কারণের সময় সকাল ৭:১৫ থেকে ৯:১৯ পর্যন্ত। পারনের দ্বাদশী মুহূর্ত শেষ হবে ১০:০১ মিনিটে।

এই পুত্রদা একাদশীতে তৈরি হয়েছে তিনটি শুভ যোগ সেগুলি হলেও যথাক্রমে সিদ্ধ সাধ্য ও রবি যোগ। এই যোগে যারা পূজো আচরা করবেন তারা দ্বিগুণ ফল পাবেন। প্রচলিত বিশ্বাস অনুসারে পৌষপুত্রদা একাদশীর উপবাস করলে তা মহাভারতের বাজপেয় যজ্ঞের সমান হয়।। নিঃসন্তান দম্পতিরা এই একাদশী করলে শুভ ফল লাভ করতে পারেন।

আরো খবর: মাত্র ১১ হাজার টা’কা’য় বাড়ির গ্যারেজে আনুন Royal Enfield, নতুন বছরে নতুন অ’ফা’র

মহাভারতের যুগে মহিষমতি নামে এক রাজ্য ছিল সেখানে শাসন করতেন রাজা মহাজিত। কিন্তু রাজার অর্থ প্রতিপত্তি থাকলেও ছিল না কোন সন্তান এর ফলে তিনি সবসময় চিন্তিত থাকতেন। হতাশ রাজা ঋষিদের কাছে এর সমাধান চান। তখনই ঋষি নির্দেশ দিয়েছিলেন এই একাদশী পালন করতে। নিয়ম মেনে ব্রত পালন করার কিছু দিনের মধ্যেই রাজার স্ত্রী গর্ভবতী হন।

এরপর তিনি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। এই পুত্রদা একাদশীতে শুধুমাত্র সন্তান লাভ এবং সন্তানের মঙ্গলের জন্যই নয় আরো কিছু উপায় অবলম্বন করলে ভাগ্য ফেরানো সম্ভব। এই একাদশীতে সন্তানের কপালে জাফরানের তিলক পরান। কোন অসহায় ব্যক্তিকে হলুদ রঙের বস্ত্র দান করুন এর ফলে সন্তান হবে বুদ্ধি দীপ্ত।

নিঃসন্তান দম্পতিরা একাদশীতে ঠাকুর ঘরে একটি সেলাইবিহীন সাদা কাপড় বিছিয়ে দিয়ে গোপালের ছবি বা প্রতিমা রেখে ১০৮ বার গোপাল স্তোত্র জপ করুন। তারপর সন্তান লাভের জন্য নৈবেদ্য নিবেদন করুন। ধনসম্পত্তি এবং সম্মান লাভের জন্য এই দিন লক্ষ্মী গণেশের পূজা করুন এবং দরিদ্রদের মধ্যে সেই প্রসাদ বাটোয়ারা করে দিন। এই একাদশী সোমবার তাই এই দিন শিবের পূজা করলেও মনস্কামনা পূর্ণ হবে।