সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভাইরাল হলেন রাঁধুনি মাসি, মিড-ডে মিলের রান্না শে’ষ করার পর নিজ দা’য়ি’ত্বে পড়ুয়াদের অঙ্ক শেখান

ছবি ও তথ্য: The Wall

কত কিছুই না ভাইরাল হয় আমাদের এই সোশ্যাল মিডিয়া জুরে কিন্তু তার মধ্যে এমন কিছু কিছু ভিডিও বা খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যা শুনলে বা দেখলে আমাদের মন ভালো হয়ে যায়। এমন একটি ভিডিও সম্প্রীতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বিশাখা পাল, যিনি পেশায় একজন রাঁধুনি।

তিনি ফরাক্কা চক্রের অধীনে নয়নসুখ শ্রীমন্ত পাল প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য মিড ডে মিল রান্না করেন। বরাবর পড়াশোনার ব্যাপারে দারুন উৎসাহ হয়েছিল তার। প্রায়শই ক্লাসে এসে হাতে তুলে নিতেন চক এবং ডাস্টার। সহজ পদ্ধতিতে পড়ুয়াদের অংক কষে বুঝিয়ে দিতেন তিনি।

গত শুক্রবার চতুর্থ শ্রেণীতে অংকের ক্লাস ছিল শিক্ষক পরেশ দাসের। ছাত্রদের খাতা দেখতে তখন ব্যস্ত ছিলেন তিনি। হঠাৎ করেই রান্নার কাজ সেরে ক্লাসে ঢোকেন বিশাখা দেবী। ছাত্র-ছাত্রীদের অংক শেখানোর দায়িত্ব তুলে না নিজের কাঁধে।

আরো পড়ুন: রেকর্ড ভা’ঙা’র আগেই বিশ্বের প্রবীণতম বাঘ চ’লে গেলো

দুর্বল ছাত্র-ছাত্রীদের ভালোভাবে আলাদা করে পড়াশোনা শেখানোর চেষ্টা করেন তিনি। এই ঘটনা ক্যামেরাবন্দী করেন শিক্ষক পরেশ দাস। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেন তিনি। স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে যায় এই রান্নার মাসির অনবদ্য পড়ানোর স্টাইলের ভিডিও।

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও দেখেছেন অনেকেই যার মধ্যে অন্যতম ফারাক্কার জয়েন্ট বিডিও সন্দীপন প্রামানিক। বিশাখা দেবীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি এবং ব্যতিক্রম এই দিদিমনির পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এই আশ্বাস দিয়েছেন তিনি।

কিন্তু যাকে নিয়ে এত তোলপার সেই বিষয়ে জানিয়েছেন, অভাবের তাড়নায় দশম শ্রেণীর বেশি পড়াশোনা করেনি তিনি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো শিক্ষা ব্যাপারটিকে মন থেকে মুছে ফেলতে পারেনি তিনি। ক্লাসের পড়ুয়াদের দেখলে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় তাই ছোটদের সঙ্গে পড়াশোনায় মেতে ওঠেন তিনি।