সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১০ দিনের ED হেফাজতে পার্থ-অর্পিতা জু’টি

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার রাত ১০:৪৫ মিনিট নাগাদ আদালতে তরফ থেকে এই রায় বেরিয়েছে।

আগামী ৩ রা আগস্ট পার্থ এবং অর্পিতাকে আদালতে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। ভুবনেশ্বরে পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে আদালতে তরফ থেকে এই শুনানি দেওয়া হয়েছে।

ইডির তরফ থেকে বলা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় শরীর খারাপের মিথ্যে অভিযোগ করেন। আরো বলা হয়েছে পার্থবাবুকে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার জন্য ইডির ৭ লক্ষ টাকা অযথা খরচ হয়েছে।

আরো পড়ুন: ডিম নিরামিষ না আমিষ? বিজ্ঞানীরা দিলেন উত্তর

রিপোর্টে উল্লেখ রয়েছে তার কোনো গুরুতর অসুস্থতা নেই। তার কাছ থেকে সবে কুড়ি কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এখনো তার কাছ থেকে ১০০ কোটি টাকা উদ্ধার হবে বলে জানিয়েছেন ইডির তরফের আইনজীবী।

এই মুহূর্তে ১০০ কোটি টাকার হদিস পাওয়ার জন্য অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে হবে বলে জানাচ্ছে ইডি। প্রতি ৪৮ ঘন্টা অন্তর তাদের মেডিকেল পরীক্ষা করানো হবে। তবে ৩রা আগস্ট পর্যন্ত পার্থ এবং অর্পিতা ইডির হেফাজতেই থাকবেন।