সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ষাঁড় কে’ন লাল রং পছন্দ ক’রে না? অধিকাংশ মানুষই জানেন না উত্তর!

অনেকেরই পছন্দের রঙের তালিকায় লাল রং-এর দেখা মেলে। আবার অনেকের এই রং বেশ অপছন্দের। রঙের জগতে লাল এর গুরুত্ব অন্য সব রঙের থেকে আলাদা। ভালোবাসা এবং হিংসে, দুইয়েরই প্রতীক এই লাল। কি অদ্ভুত না! আবার লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য যেহেতু বেশি তাই এই রং বিপদের চিহ্ন হিসেবেও ব্যবহৃত হয় ।

মানুষের পাশাপাশি পশুপাখিরাও এই রংকে স্বভাবত এড়িয়েই চলে। বিশেষত স্পেনের ষাঁড়ের সাথে মানুষের লড়াই-এর ভিডিও দেখে আমরা জেনেছি যে লাল রং ষাঁড় সেরকম পছন্দ করে না। কিন্তু পশুপাখির এই রং অপছন্দের কারণ কি জানা আছে আপনার? গরুর মত শান্ত নিরীহ প্রাণীও এই রং খুব একটা পছন্দ করেনা।

স্পেনে এখনও মধ্যযুগীয় বর্বরতায় চলে ষাঁড়ের সাথে মানুষের লড়াই। সেখানে একজন মানুষ লাল রঙের একটি কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকেন, আর তা দেখে অত্যন্ত তীব্র গতিতে এগিয়ে আসে ষাঁড়। স্পেনের রীতিমতো এক উৎসবের আকারে এই প্রতিযোগিতা পালিত হয়। ওই প্রতিযোগিতা দেখার জন্য দেশ বিদেশের প্রচুর মানুষ ভিড় উপচে পড়ে সেখানে।

আরো পড়ুন: Pan card গ্রাহকদের জন্য ব’ড়ো খবর, এই কাজটি করলেই ১০ হাজার টাকা জ’রি’মা’না

প্রতিযোগী হওয়ার জন্যও অনেক মানুষ ছুটে যায়। কিন্তু ষাঁড় লাল রং দেখলেই কেন রেগে যায় সেই কারণই আজকের প্রতিবেদনের বিষয়। এ নিয়ে বৈজ্ঞানিকদের মধ্যে রয়েছে নানাবিধ মত। সাধারণত তৃণভোজী প্রাণীরা বর্ণান্ধ বলেই ধরে নেন বৈজ্ঞানিকরা। ষাঁড়ও তৃণভোজী প্রাণী, তাই ষাঁড়ের পক্ষেও বিভিন্ন রং এর মধ্যে পার্থক্য করার ক্ষমতা নেই বললেই চলে।

কিন্তু তারপরেও লাল রং দেখার পর ষাঁড় কেন তাড়া করে? আসলে যখন বুলফাইটিং হয় তখন ষাঁড়ের সামনে লাল রঙের একটি কাপড় নাড়িয়ে ষাঁড়কে উত্ত্যক্ত করা হয়। আর লাল রঙের মধ্যেকার ঔজ্জ্বল্যতা ষাঁড়ের চোখে ধরা পড়ে। এরপর তখন সেই উজ্জ্বল কাপড়কে তাড়া করে ষাঁড়। মূলত কাপড় নাড়ানোর কারণেই ষাঁড় রেগে যায়। লড়াই এর জন্য এইসমস্ত ষাঁড়েদের আবার আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়।