সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বালির ঝ’ড় গিলে ফে’ল’লো গোটা শহরকে, ভিডিও দেখে চোখ কপালে উ’ঠে’ছে নেটিজেনদের

বৃষ্টি হলে সাথে ঝড়ো হাওয়া বয়, কখনো আবার শুধুমাত্রই হাওয়া বইতে থাকে যেটাকে আমরা ঝড় বলি। গরমকালে কালবৈশাখী ঝড়ের কথা আমরা হয়তো সবাই শুনেছি কিন্তু এই প্রতিবেদনে যে ঝড়ের কথা বলব সেই ঝড়ের কথা হয়তো এই প্রথম আপনারা সবাই শুনতে চলেছেন।

সম্প্রতি একটি ঝড়ের ভিডিও ভাইরাল হয়েছে, সেই ঝড় আর পাঁচটা দেখা আমাদের ঝড়ের মতো নয়, কারণ এটা হল বালির ঝড়। হ্যাঁ ঠিকই শুনেছেন, বালির ঝড়। এই বালির ঝড়ে উড়ে আসছে বালি। এই ধরনের ঝড় উড়িয়ে নিয়ে গেছে নিমেষের মধ্যে সমস্ত কিছু।

এই ঝড় এতটাই ভয়ঙ্কর যে এই ঝড়ে যে কেউ হারিয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় সেই বালির ঝড়েরই ভিডিও ভাইরাল হয়েছে যেটা দেখে নেটিজেনরা অবাক। চোখের নিমেষে বালির ঝড় এসে গোটা শহরটিকে তছনছ করে দিয়ে গেল। ঘটনাটি ঘটেছে চীনে।

আরো পড়ুন: গরুর Face Recongnition নিয়ে এ’লো IIM আহমেদাবাদ, হবে আর্থিক বৃ’দ্ধি! দা’বি বিজ্ঞানীদের

সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে চীনের এই বালির ঝড়ের একটি ভিডিও। উত্তর-পশ্চিম চীনের কিংহাই প্রদেশে এই ঝড় হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে ঝড়টি সাপের মতন ফণা তুলে গোটা শহরকে গিলে ফেলছে।


জানা গেছে যে এই বালির ঝড়ে বিপর্যস্ত হয়েছে সেখানকার মানুষদের জীবনযাত্রা। প্রায় চার ঘণ্টা ধরে এই ঝড় তার তাণ্ডব চালিয়েছে বলে জানা গেছে। এই বালির ঝড়ের প্রকোপে ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বত এবং হাইস্কী মঙ্গোল।


তবে এই ভয়ঙ্কর ঝড়ে কোনো হতাহত হয়নি বলে জানা গেছে। এই ভয়ঙ্কর ঝড় সম্পর্কে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বালির ঝড় টি ২০০ মিটারের বেশি উঁচুতে উঠে ছিল। বিশ্বের আর পাঁচটি দেশের মতোই চিনেও উষ্ণায়নের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে ক্রমশই গরম বেড়ে চলেছে। গরমের জন্যই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে।