সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রক্ষাকবচ দি’লো না দুই হাইকোর্ট, দিল্লি কি তাহলে যেতেই হ’চ্ছে কেষ্ট মন্ডলকে?

তথ্য: আনন্দবাজার পত্রিকা

গরু পাচার মামলায় আর স্বস্তি হলো না অনুব্রতর। দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, দিল্লিতে এনেই জেরা করা হবে অনুব্রতকে।। শুক্রবার দিল্লি যাত্রায় স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্ট ের আবেদন করেছিলেন। কিন্তু সেই শুনানি গতকাল হয়নি। শনিবার সকালে এই মামলার শুনানি। বেঞ্চ গঠন করে এই শুনানির সুপারিশ করেছেন বিচারপতি বিবেক চৌধুরী।

স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার ক্ষেত্রে কোন রকম বাধা থাকছে না। দিল্লি হাইকোর্টে অনুব্রত মণ্ডলের আইনজীবীকে নানান রকম প্রশ্নের মুখে পড়তে হয় নেতার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি থাকা সত্ত্বেও কেন তাকে এতদিন দিল্লি নিয়ে আসা হয়নি।। অথচ সেই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারিনি অনুব্রত মণ্ডলের আইনজীবী।

প্রথমে শুনানির সময় দিল্লি হাইকোর্টের বিচারপতি তার আবেদন খারিজ করে দেন পরে অনুব্রত আইনজীবী অনুরোধ করেন তার হয়ে সওয়াল্ করবেন কপিল সিব্বল। যদিও তিনি এখনো আদালতে এসে উপস্থিত হতে পারেননি। দ্বিতীয়বার শুনানি হলেও রেহাই মেলেনি অনুব্রতর।

আরো খবর: প্রধানমন্ত্রী হি’সে’বে প্রথম পছ’ন্দ কে? মমতার স্থা’ন কত নম্বরে?

কেন কলকাতা হাইকোর্টে অনুব্রতর আবেদন জানানো সত্ত্বেও দিল্লির উচ্চ আদালতে এই মামলা গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। এ প্রসঙ্গে আইনজীবী জানিয়েছেন এই মামলার শুনানি হয়নি হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে শুক্রবার সকালে অনুব্রত মণ্ডল বারবার আবেদন করেছেন তার শারীরিক অসুস্থতা নিয়ে।

কিন্তু তার কোন সূরাহা হয়নি। শনিবার সকালে শুনানি সম্ভাবনার রয়েছে। এই নিয়ে বেঞ্চ গঠনের সুপারিশ করা হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন অনুব্রত মণ্ডলের বিষয়টি যা হচ্ছে তা বিচারাধীন আমরা এই বিষয়ে কোন মন্তব্য করব না।