সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের মুখোমুখি আম্বানি-বেজোস, IPL-র মিডিয়া স্বত্ব নিয়ে জো’র ট’ক্ক’র

শেয়ানে শেয়ানে লড়াই, ভারতের বাজার ধরার জন্য দুই কোটি পতির মধ্যে অনেক আগের থেকেই লড়াই চলছিল। মুকেশ আম্বানি ও জেফ বেজোস এই দুই ধনকুবের তাদের চিন্তা ভাবনা অগ্রসর করছিল একে অপরকে টক্কর দেওয়ার জন্য।

কিন্তু সেই টক্ক আরো জোরালো হতে চলেছে সামনে, কারণ এবার আইপিএল এর মিডিয়ার স্বত্ব কিনে নেওয়ার জন্য দুই ধনকুবেরের মধ্যে চলছে ঠান্ডা লড়াই। মোট কথা এই জনপ্রিয় আইপিএল টুর্নামেন্ট কে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এই দুই ধনকুবেরের লক্ষ্য।

তাই তারা ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে ভারতের বাজার ধরার জন্য। তবে সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, দুই জন কবিরের এই প্রতিযোগিতা আগামী দিনে এক ভালো ধরনের সুযোগ-সুবিধা দিতে চলেছে সাধারন মানুষকে। যা বর্তমান সময়ের থেকেও খুবই ভালো।

আরো পড়ুন: আমেরিকাকে সরাসরি দু’ষ’লে’ন ইমরান খান, ইস্তফা প্রসঙ্গে বললেন “ঝুঁকেগা নেহি”

ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফ থেকে আইপিএলের মিডিয়া সত্ত্বের নিলামের নির্দেশিকা জারি করা হয়েছে। এই বছর প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিসিসিআইয়ের তরফ থেকে।

যেখানে টিভি ও অনলাইন স্ট্রিমিং এর ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে স্বত্ব বিক্রি করা হচ্ছে। আর এই নিয়েই জেফ বেজোস ও আম্বানির মধ্যে চলছে লড়াই। মোট কথা দুই সংস্হাই এখন ই বাণিজ্যের বাজার ধরতে মরিয়া। তবে এবারের নিলাম হতে চলেছে অনলাইনে।