সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকাকে সরাসরি দু’ষ’লে’ন ইমরান খান, ইস্তফা প্রসঙ্গে বললেন “ঝুঁকেগা নেহি”

ইমরান খানের কাছে আর বেশি সময় নেই, আগামী ৩ রা এপ্রিল আসতে আর বেশি দেরি নেই। কিন্তু তার আগেই পাকিস্তানের জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ইমরান খান আমেরিকাকে ব্যঙ্গ করলেন।

এমনকি তিনি বললেন, কখনোই তিনি মাথা নত করবে না। তাছাড়া দিন যত ঘনিয়ে আসছে ইমরান খান ততটাই চাপের মুখে পড়ছে। ঠিক এই সময়ে ইমরান খান নিজের পথ বাঁচানোর জন্য চরম সীমা পর্যন্ত যেতেও রাজি।

এমতাবস্থায় পাক জণগন যাতে তার দলের প্রতি সহানুভূতি দেখায় সেই চেষ্টাই করছে তিনি। হাতে আর বেশি সময় নেই ইমরান খানের। আগামী ৩ রা এপ্রিল যত ঘনিয়ে আসছে ইমরান খান যেন আরো বেশি চাপের মুখে।

আরো পড়ুন: ১ এপ্রিল ঝটকা দি’লো উপভোক্তাদের, ২৫০ টা’কা দা’ম বা’ড়’লো গ্যাস সিলিন্ডারের

তবে নিজের অবস্থান থেকে সরতে নারাজ তিনি। ইমরান খান বলেছেন, আমার দেশ আমার থেকে ৫ বছরের বড়। আজ আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ খ্যাতি সম্পদ সব কিছুই সে আমাকে দিয়েছেন। বর্তমানে আমার কিছুই প্রয়োজন নেই। তার এই অবদানের জন্য আমি সত্যি কৃতজ্ঞ।

এখানেই শেষ নয়, তিনি আমেরিকাকে কটাক্ষ করে বলেছেন, ৯/১১ হামলায় পাকিস্তান কোনভাবেই যুক্ত ছিল না। আমরা সর্বদাই আমেরিকাকে সমর্থন করে গেছি। কিন্তু আমেরিকা পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।আমেরিকার উকিল হওয়াটা ছিল মোশারফের বড় ভুল।