সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কা’র্ড দিয়ে নিমন্ত্রণ, তাতে লেখা “দয়া করে আসবেন না”, আজব বি’য়ে’র কা’র্ড ভাইরাল

বিবাহ বা বিয়ে হল একটি সামাজিক বন্ধন যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। দেশ ভেদে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য রয়েছে,তবে সাধারণ ভাবে বিবাহ এমন একটি অনুষ্ঠান যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। বিয়ে প্রত্যেকের জীবনেই একটি অন্যতম সেরা দিন৷তাই মানুষ নিজের সামর্থ মত জাকজমক করেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করে।

অতিথিদের জন্য থাকে রাজভোগের আয়োজন। নানা রকমের খাবারের আয়োজন করা হয় তাদের জন্য ৷ সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে একটি বিয়ের কার্ড বা আমন্ত্রণ পত্র। তবে এই কার্ডে আমন্ত্রিতদের উদ্দেশ্যে বলা হয়েছে, দয়া করে অনুষ্ঠানের দিন আসবেন না। কেন এমনটা লেখা?

এমন ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ঘটনার নেপথ্যে রয়েছে ‘ প্রিন্টিং মিসটেক ‘ বা ছাপায় ত্রুটি। ছবিতে দেখা যাচ্ছে,বিয়ের কার্ডে হিন্দিতে লেখা রয়েছে “তুম ভুল জানা আনে কো।” এর বাংলা অর্থ দাঁড়ায় অনেকটা এইরকম,”দয়া করে বিয়েতে আসার ব্যাপারটা ভুলে যাবেন।”এতে “না” শব্দটি কোনওভাবে বাদ চলে যায়।

আরো খবর: জীবনকে হাতেখড়ি দিয়েছেন ইনিই, জে’রা’য় বিধায়কের গুরুর খোঁ’জ পেলো CBI

আসলে লিখতে চেয়েছিল “তুম ভুল না জানা আনে কো। “অর্থাৎ আসতে ভুলে যাবেন না। একজন আমন্ত্রিত মজা করেই এই বিয়ের কার্ডটি ফেসবুকে পোস্ট করে লেখেন, “বিয়ের বাড়ির আমন্ত্রণপত্র পেয়েছি। কিন্তু বুঝতে পারছি না কি করব! যাব,না যাব না।” মুহুর্তে ভাইরাল হয়ে যায় এই পোস্ট।