সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের চিকেনের দা’ম বাড়লো, জেনে নিন বাজারদর

তাহলে কি ফের বাড়তে চলেছে শাকসবজি মাছ মাংসের দাম? এত দিন মানুষ একটু স্বস্তির মধ্যেই ছিল, কারণ আলু ছাড়া প্রায় সমস্ত শাক সবজির দাম কম ছিল।

এখনো বাজারে দাম কম রয়েছে শাক সবজির, তবে সেটা আর কত দিন? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এখনো পর্যন্ত আলুর দাম সস্তা হওয়ার কোনো লক্ষণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে বৃষ্টির কারণে অন্যান্য শাক সবজির দামও বৃদ্ধি হওয়া সম্ভাবনা রয়েছে।

তাহলে এবার দেখে নেওয়া যাক আজ বুধবার শাকসবজি মাছ মাংসের বাজার দর কেমন? কাঁচা কলা ১০-১২ টাকা, মোচা ২০ টাকা পিস, চন্দ্রমুখি আলু৩৬-৩৮ টাকা প্রতি কেজি, পেঁপে ২০-২৫ টাকা, কুমড়ো ৩০-৪০ টাকা কাঁচালঙ্কা ১২০ টাকা কেজি।

আরো পড়ুন: রিয়েলমি সবথেকে সস্তার 5G ফোন ল’ঞ্চ করতে চলেছে, তার আগেই ফাঁ’স ফি’চা’র্স

জ্যোতি আলু ২০-৩০ টাকা কেজি উচ্ছে ৩৫-৪০ টাকা কেজি, ঢেঁড়স ৩০-৩৫ টাকা কেজি , কাঁকরোল ৪০ টাকা প্রতি কেজি সমস্ত কিছুর দাম এখন এর মধ্যেই ঘোরাফেরা করছে।

এবার যদি মাছ মাংসের দিকে আসা যায় তাহলে দেখা যাবে রুই১৮০-২০০ টাকা কেজি, পাবদা৫০০-৭০০ টাকা কেজি ইলিশ ৬০০-৮০০ টাকা কেজি, বাটা১৭০ টাকা কেজি, কাতলা ৩৫০-৪০০ টাকা কেজি, ভেটকি ৮০০-৯০০ টাকা কেজি।

চারা পোনা ১৫০-১৭০ টাকা কেজি ভোলা ২০০-২৫০ টাকা কেজি, লোটে ১০০ টাকা কেজি। চিকেন এখন ১৭৫-২০০ টাকা কেজি সাথে গোটা মুরগীর দাম ১২৫-১৩৫ টাকা কেজি, পাঁঠার মাংসের দাম ৮০০ টাকা কেজি।।