সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সামনেই পুজো, শাড়ি কিনতে গি’য়ে এই ভুলগুলো একদম করবেন না

পুজো আসছে তাই কেনাকাটাও শুরু হয়ে যাবে। কিন্তু কেনাকাটা করার আগে অবশ্যই কিছু দিকে নজর রাখা প্রয়োজন। ধরুন আপনি কোন শাড়ি কিনতে গেছেন এবং সেই শাড়িটিও বেশ কয়েক হাজার টাকা দিয়ে কিনেছেন কিন্তু দেখা গেল ওই শাড়ি হয়তো অন্য জায়গায় একটু কম দামেও পেলেও পেতে পারেন, তাই কেনার আগে অবশ্যই চেষ্টা করুন মার্কেট ঘুরে দেখার।

কোথায় কত দামে ঠিক কি কি জিনিস পাওয়া যাচ্ছে সেই বিষয়ে আগে আইডিয়া করে নেবেন। নজর রাখতে হবে যে বোকা হয়ে যেন আপনাকে শাড়ি না কিনতে হয়। শাড়ি কেনা হয়ে গেলে তারপর কিন্তু শাড়িকে কিভাবে যত্ন করবেন সে বিষয়েও একটু জানা উচিত। শাড়ির যত্ন নেওয়ার জন্য ইন্টারনেটে নানান ধরনের টিপস আপনি খুব সহজেই পেয়ে যাবেন।

তাই শাড়ির যদি যত্ন নেওয়া যায় তবে সেটা বছরের-পর-বছর নতুনের মতই থাকে। জেনে নেওয়া যাক যে শাড়ির যত্ন আপনি কীভাবে নেবেন, যাতে বছরের পর বছর সেই শাড়ি নতুন লাগে ।

আরো পড়ুন: আ’র্থি’ক প্র’তা’র’ণা’র অভিযোগে বি’দ্ধ জনপ্রিয় ড্যান্সার স্বপ্না চৌধুরী

প্রথমেই যে শাড়ি আপনি কিনবেন, সেই শাড়ী বেশি কাঁদবে না এবং ছড়া রোদেও দেবেন না তাতে শাড়ির রঙ নষ্ট হয়ে যায়।অবশ্যই আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কি রঙের শাড়ি কিনবেন যদি আপনি মনে করেন যে লাল রঙের শাড়ি কিনুন তবে লাল রংয়ের শাড়ি কিনুন।

সব সময় কম দামের জিনিস কিন্তু ভাল হয় না তাই উন্নত মানের যদি শাড়ি কিনতে হয় তবে আপনাকে একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। যদি আপনি সিল্কের শাড়ি কিনতে চান তাহলে অবশ্যই গোটা মার্কেট ঘুরে শাড়ি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিন কারন আসল সিল্কের শাড়িতে কিন্তু সিল্ক মার্ক থাকে।