সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Pan card গ্রাহকদের জন্য ব’ড়ো খবর, এই কাজটি করলেই ১০ হাজার টাকা জ’রি’মা’না

আজকাল প্যান কার্ড ছাড়া মানুষ নেই। কারন প্যান কার্ড ছাড়া সামান্য ব্যাঙ্ক একাউন্ট এখন খোলা যায় না। তাই প্যান কার্ড বাধ্যতামূলক হয়ে গেছে প্রায় প্রতি টাকা লেনদেনের ক্ষেত্রে। সরকারি পরিষেবা পাওয়ার জন্য এই প্যান কার্ড দারুণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইনকাম ট্যাক্স থেকে শুরু করে আইটি ফাইল করার জন্য এই প্যান কার্ড আবশ্যক।

এবার প্রশ্ন হল, প্যান কার্ডের এত জায়গায় ব্যবহার করতে হয়, যার কারনে মানুষ অনেকটাই বেশি ভুল ব্যবহার করে ফেলে, যার জন্য মানুষকে সেই ভুলের মাশুল গুনতে হয়। আপনি কি জানেন ভুল ভাবে প্যান কার্ড ব্যবহার করলে আপনার আর্থিক জরিমানা পর্যন্ত হতে পারে, এর জন্যই এখনই সতর্ক হয়ে যান।

প্যান কার্ড এক এবং অদ্বিতীয়, আসলে এক ব্যাক্তির একটি প্যান কার্ড থাকার নিয়ম, কিন্তু আপনার যদি একাধিক প্যান কার্ড থাকে তাহলে সতর্ক হয়ে যান, না হলে হয়ে যেতে পারে জরিমানা। ১৯৬১ সালের ২৭২বি ধারা অনুযায়ী নিয়ামক সংস্থা এই নিয়ম জারি করেছিল, এই একটি কারণের জন্য আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে, আপনার ব্যাঙ্ক একাউন্ট সিস হয়ে যেতে পারে, ১০ হাজার টাকা অবধি জরিমানা হয়ে যেতে পারে।

আরো পড়ুন: এই ৪ রাশির উপর স’র্ব’দা মা লক্ষ্মীর আশীর্বাদ থা’কে, অর্থ’ক’ষ্ট আসলেও কে’টে যায়!

তাই আপনি এই সমস্ত কিছুর থেকে বাচতে আপনার দ্বিতীয় প্যান কার্ড জমা দেওয়ার সুযোগ পাবেন। এর জন্য আপনাকে সবার প্রথমেই www.incomettaxindia.gov.com ওয়েবসাইটে চলে যেতে হবে, তার সাথে ‘Request For New PAN Card and Changes Or Correction in PAN Data. অপশনে ক্লিক করতে হবে, তারপরেই একটি ফর্ম ডাউনলোড করে এন এস ডি এল অফিসে জমা করতে হবে, সেখানেই আপনার দ্বিতীয় প্যান কার্ডটি জমা করতে হবে।