সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ৪ রাশির উপর স’র্ব’দা মা লক্ষ্মীর আশীর্বাদ থা’কে, অর্থ’ক’ষ্ট আসলেও কে’টে যায়!

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা সবে মাত্রই শেষ হয়েছে। কিন্তু বাঙালির উৎসব এত সহজে শেষ হয়ে যায়না। বিজয়ের ৩ দিন পরেই থাকে কোজাগরী লক্ষ্মী পূজা। মা লক্ষ্মীর আরাধনা করা হয় সেদিন। নতুন ঠাকুর এনে তাকে প্রতিষ্ঠা করা হয় বাড়িতে। অনেক আয়োজনের সাথে অনেক নিয়ম কানুন মেনে মা লক্ষ্মীর পূজা করা হয়।

যাতে মা লক্ষী প্রত্যেকের সংসারে থিতু হন। প্রসন্ন হন। কিন্তু বৈদিক শাস্ত্র মতে, বেশ কিছু রাশির জাতকদের সব সময়ই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে মাথার উপর। তাদের খুব একটা কোনোদিনই অর্থাভাব হয়না। যেমন এই রাশি গুলি হলো যথাক্রমে,

১. বৃষ রাশি :- শাস্ত্র মতে এই রাশির জাতক জাতিকাদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ আছে সব সময়ই। তার উপর এদের অধিপতি হলেন শুক্র। তাই এদের ধন সম্পদের, প্রেম, বৈভব কোনো কিছুরই অভাব থাকে না। শুক্রের প্রভাবে এদের জীবনে খুব একটা অর্থাভাব হয়না। অল্প চেষ্টাতেই অনেক কিছু লাভ করে থাকে জীবনে এরা।

আরো পড়ুন: গরু পা’চা’র’কা’ণ্ডে অনুব্রতর নামে চার্জশিট দা’খি’ল CBI-র

২. বৃশ্চিক রাশি :- গ্রহের সেনাপতি মঙ্গল এই রাশির অধিপতি। মঙ্গলের প্রভাবে এই রাশির ব্যক্তির মধ্যে সাহস ও শক্তি থাকে। এরা যেমন শক্ত সমর্থ হন তেমন বুদ্ধিজীবী হন। লক্ষ্মীর আশীর্বাদে এঁরাও নিজের জীবনে সমস্যার মুখে পড়েন না। নিজের বিচারবুদ্ধি প্রয়োগ করে সমস্ত সমস্যার সমাধান বের করতে তৎপর থাকেন এই রাশির জাতকরা। জ্যোতিষ মতে অত্যন্ত পরিশ্রমী হন বৃশ্চিক জাতক। তাই এঁদের ওপর সর্বদা লক্ষ্মীর আশীর্বাদ থাকে।

৩. কর্কট রাশি :- শাস্ত্র মতে বলা হয় এই রাশির অধিপতি চন্দ্র হওয়ায় এই রাশির জাতকদের জীবন সুখ-সুবিধার অভাব হয়না। এরা পরিশ্রমী হয়। যে কাজটা নেন সম্পূর্ণ করে তবে ছাড়েন। এছাড়াও মা লক্ষ্মীর আশীর্বাদ থাকার কারণে এদের জীবনে যেকোনো কাজে বাধা বিঘ্ন কম আসে।

৪ সিংহ রাশি :- এই রাশির অধিপতি হলেন সূর্য। তাই এরা সূর্যের মতোই তেজী,সাহসী, অকুতভয় ও পরিশ্রমী হন। নিজের জীবনকে সুখ-সুবিধায় ভরিয়ে রাখার জন্য কঠিন পরিশ্রম করেন সিংহ রাশির জাতকরা মা লক্ষ্মীর কৃপা থাকে এদের ওপর তাই এরা সব কাজেই সফল হন। এদের বন্ধুর অভাব হয়না। এরা একটু আধ্যাত্বিক টাইপের হয়।

এই চার রাশির জীবনেই মা লক্ষ্মীর কৃপা থাকে তাই অতটা অভাব অনটনে এরা পরে না। কিন্তু বাদ বাকি রাশির জাতকেরা তারা কিভাবে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করবেন আসুন জেনে নিই। মনে করা হয় নিজের বাড়ি ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে সেই ঘরে লক্ষ্মীর বাস থাকে। তাই নিজের ঘরদোর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।

লক্ষ্মীবারের দিনে নিয়মনীতি মেনে দেবীর পুজো করুন। পাশাপাশি শুক্রবারও লক্ষ্মী পুজো করলে সুফল পেতে পারেন। এছাড়াও লক্ষ্মীর পাঁচালী পরে লক্ষ্মীর উপাসনা করতে পারেন। লক্ষ্মী চঞ্চলা তাই মা লক্ষ্মী কে ধরে রাখতে নিষ্ঠা ভরে পালন করুন সব নিয়ম রীতি। এতে মা প্রসন্ন হন। আর সংসারে অভাব থাকে না।