সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরু পা’চা’র’কা’ণ্ডে অনুব্রতর নামে চার্জশিট দা’খি’ল CBI-র

তৃণমূল কংগ্রেসের জন্য এই বছরটি খুব চাপের যাচ্ছে। কিছুদিন আগে একটি হেভি ওয়েট নেতা তথা প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন এসএসসি পরীক্ষা নিয়ে দুর্নীতি করার অভিযোগে। এখনও তিনি জেলেই রয়েছেন। এমন কেসে জড়িয়েছেন যে শত কাকুতি মিনতি তেও জামিন পান নি তিনি। আবার তার উপর তাঁর কিছুদিন পরেই বীরভূম জেলার তৃণমূল নেতাকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়। গরু পাচার মামলার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও অনেক বেনামী সম্পত্তি অনেক বেনামী রাইস মিল এর সন্ধান পাওয়া গিয়েছে। যা সব কিছুই অনুব্রত ও তাঁর মেয়ের। এছাড়াও তোলা বাজির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এসব কিছু নিয়েই তিনিও আজ জেলে বন্দী। তৃণমূল কংগ্রেস থেকে তাঁকে নির্দোষ বলা হলেও তিনি যে নির্দোষ কোনোভাবেই নন তাঁর চার্জশীট ইতিমধ্যেই রেডি করে ফেলেছেন সিবিআই।

প্রায় অনুব্রত মণ্ডলের ৫৭ দিন গ্রেফতারির পর আসানসোল কোর্টে ৪০ পাতার লম্বা চার্জশিট জমা দিলেন সিবিআই। এই কেন্দ্রীয় সংস্থা এই লম্বা চার্জশিট মারফত অনুব্রত মণ্ডলের ৫৩ টি সম্পত্তির দলিলের হদিস দিয়েছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও মূল অভিযোগ গোরু পাচার কাণ্ড। সেই নিয়েও অনেক অভিযোগ অনেক বয়ান রেকর্ড করেছেন তাঁরা। সেই সমস্ত কিছুই কোর্টে পেশ করেছেন সিবিআই।

আরো পড়ুন: বাবাকে নিয়ে ফা’ল’তু র’সি’ক’তা, সঞ্চালকের উপর ক্ষে’পে গিয়ে লাইভ শো ছাড়লেন অভিষেক

কিভাবে গোরু পাচার হতো থেকে শুরু করে কর মাধ্যমে কিভাবে সেই টাকা অনুব্রত অব্দি পৌঁছে যেত সবটা ব্যাখ্যা করেছেন তাঁরা। আর এই সকল প্রমাণের ভিত্তিতে যা রায় আসবে তাতে অনুমান করাই যায় যে এত সহজে জামিন পাবেন না অনুব্রত বাবু। আরো কিছুদিন জেলের মধ্যেই থাকতে হবে তাঁকে। আরো কতদিন থাকতে হবে এখনই বলা যাচ্ছে না।

তবে তিনি যথেষ্টই প্রভাবশালী এটা মানতে বাধ্য হয়েছে সিবিআই ও। চেষ্টা করেছেন যথেষ্ট তাঁর প্রভাব কাটিয়ে জেল থেকে বেরোতে। কিন্তু সিবিআই এর হাত থেকে ছাড়া পাওয়া এত সহজ নয়। এবারে সমস্ত প্রমাণ সহ তাকে ধরেছেন তাই তৃণমূলের দুই নেতারই এখনও জেলে থাকা ছাড়া কোনো উপায় নেই বলেই মনে করছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন রাজনৈতিক মহল।