সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তুষারে ঢা’কা দার্জিলিং, কাঁ’প’ছে উত্তরবঙ্গ

সাম্প্রতিক অতীতে ডিসেম্বর থেকে টানা তুষারপাত দেখেনি দার্জিলিং পাহাড়ের মানুষজন। এবার ফের তুষারস্নাত পাহাড়; সকাল থেকে সাদা বরফেমোড়া চটকপুর। দিন দু’য়েক আগেও বরফ পড়ে চটকপুরে। তুষারপাতের জেরে পারদও নেমেছে শৈলশহরে।

শুক্রবার তুষারপাত হয়েছে টাইগারহিলেও। তুষারপাত ঘুম, জোরবাংলো, বাতাসিয়া লুপ এলাকাতেও। হাড় হিম করা ঠান্ডায় কাঁপছে শৈলশহর দার্জিলিং। খুশির আবহ পর্যটকদের মধ্যে ৷

আরো পড়ুন: রাশি অনুযায়ী ব্যবহার করুন সেই রঙের পার্স, খরচ হ’বে ক’ম! হ’বে সাশ্রয়

প্রসঙ্গত, আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে সরস্বতী পুজোর আয়োজন লগ্নে হাজির বৃষ্টি। রাত পোহালেই পুজো। তার আগের দিনই প্রতিমা থেকে ফল ফুল, কেনাকাটা শুরু হয়ে যায় জলপাইগুড়ি র বাজারে।

আরো পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁ’পে উঠলো ভারতের মা’টি, কম্পন হ’লো প্রায় ৯ সেকেন্ড

পসরা নিয়ে হাজির হন ছোট, বড় ব্যবসায়ীরা।অন্যান্য বছর সকাল থেকে শুরু হয়ে যায় কেনাকাটা। কিন্তু এবছর বৃষ্টি দিয়ে শুরু হল জলপাইগুড়ির সকাল।