সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রা’য় ঘন্টা তিনেক সা’র্জা’রি হলো ঋষভ পন্থের, এখন কেমন টিম ইন্ডিয়ার ক্রিকেটার?

এরই মধ্যেই ঋষভ পন্থের মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে। গাড়ি দুর্ঘটনায় তাঁর ডান পায়ের লিগামেন্ট ছিড়ে গিয়েছে। অস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। খবর সূত্রে জানা গেছে শুক্রবার এই অস্ত্রোপচার হয়েছে এই অস্ত্রোপচার করেছেন দীনেশ পারদিওয়ালা, এবং তার দল প্রায় তিন ঘন্টা ধরে এই অস্ত্রোপচার হয়েছে তবে ক্রিকেটারকে এখনো সুস্থ হতে যথেষ্ট সময় লাগবে।

হাসপাতালের পক্ষ থেকে ঋষভকে কোন বুলেটিন দেয়া হয়নি। ভারতীয় ক্রিকেটারের চিকিৎসার সমস্ত দায়িত্ব বিসিসিআইয়ের। ঋষভকে এই দুর্ঘটনার পরে প্রথমে ভর্তি করা হয়েছিল দেরাদুনের ম্যাক্স হাসপাতালে, কিন্তু সেখানে ভারতীয় ক্রিকেটারকে রাখতে চাইনি বিসিসিআই।

তারপর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইতে। বোর্ড চেয়েছিল যে পন্থকে সরাসরি ডাক্তাররাই দেখুক, এরপরেই তাঁর গোটা শরীরে এম আর আই করা হয়।

আরো খবর: তবে কি ব’ন্ধ হওয়ার প’থে Vodafone-Idea? ৭০০০ কোটি লো’ন চাইছে কোম্পানি!

পন্থের পরিবার রাজি হওয়ার পরেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় মুম্বাইতে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে পন্থের চোটের অবস্থা যেরকম তাতে তার সরে উঠতে প্রায় চার মাস সময় লাগবে এবং মাঠে ফিরতে প্রায় ছয় মাস।

শ্রীলংকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজ আইপিএল আর খেলা হবে না তাঁর। অন্যদিকে জুন মাসে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওই খেলাতে যদি ভারত খেলে তবে সেই সময় ওই ম্যাচে দেখা যাবে পন্থকে, তবে সবকিছুই নির্ভর করছে পন্থের শরীরের অবস্থা বুঝে।