সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তবে কি ব’ন্ধ হওয়ার প’থে Vodafone-Idea? ৭০০০ কোটি লো’ন চাইছে কোম্পানি!

এয়ারটেল ও জিও – এর অফারের কাছে ভোডাফোন ও আইডিয়া নেটওয়ার্ক আগের তুলনায় গ্রাহক অনেক কমে গেছে, তার উপর ফার্স্ট সার্ভিসের ক্ষেত্রেও জিও টাই সবাই বেশি বিশ্বস্ত করেন। তবে সম্প্রতি শোনা যাচ্ছে যে লোন নেওয়ার চেষ্টা ভীষন ভাবে করছে ভোডা – আইডিয়া।

গত ৬ জানুয়ারি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে যে, এই সংস্থা গুলির ঋণ নেওয়ার মেন কারণ হচ্ছে, এই ঋণের টাকার অধিকাংশটাই ইন্ডাস টাওয়ারের বকেয়া মেটাতে ব্যবহার করা হবে বলে মনে করা হচ্ছে।

আর এমত অবস্থায় ব্যাংকের তরফ থেকে ঋণ প্রদান করার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তাই সংশ্লিষ্ট সংস্থাকে ঋণ প্রদানের আগে ব্যাঙ্কগুলি Vodafone-Idea-তে সরকারের সম্ভাব্য শেয়ার হোল্ডিংয়ের পাশাপাশি তাদের ব্যবসা আগামী দিনে কিভাবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে সেই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।

আরো খবর: এবার বিমানবন্দরে ম’দ বি’ক্রি করা শুরু করবে রাজ্য, উ’দ্যো’গ আবগারি দপ্তরের

কারন ইতিমধ্যেই আইডিয়া ও ভোডাফোন সংস্থার এক উচ্চ পদস্থ কর্মকর্তা কিছু ব্যাংকের সাথে যোগাযোগ করেছিলেন। আবার অপর ক্ষেত্রের এক আধিকারিক জানিয়েছেন যে, সংশ্লিষ্ট সংস্থাটি তাদের কাছে ১৫ হাজার কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি ধরে নতুন ঋণ ইস্যু করার ক্ষেত্রে আবেদন জানিয়েছে।

তবে তাদের ঋণ দেওয়ার প্রস্তাব এখনও অব্দি গৃহীত হয়নি বলেই ইকোনমিক টাইমসের প্রতিবেদন মারফত জানা যাচ্ছে। তবে এই তথ্য আদৌ কতটা সত্য তা যাচাই করা হয়নি।