সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার বিমানবন্দরে ম’দ বি’ক্রি করা শুরু করবে রাজ্য, উ’দ্যো’গ আবগারি দপ্তরের

ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার শুরু করেছেন দুয়ারে মদ নামে একটি নতুন প্রকল্প। যা নিয়ে হয়েছে গুঞ্জন। তবে বাংলায় প্রথম নয়। এর আগে দিল্লি বিমানবন্দরে মদ বিক্রি শুরু হয়েছিল। তাও আবার কয়েক বছর আগে। তবে কলকাতা বিমানবন্দরে নেই মদের দোকান। এবার সেটা শুরু করতে চলেছেন আবগারি দপ্তর। আগামী কয়েক মাসের মধ্যেই চালু হয়ে যাবে কলকাতা বিমানবন্দরে বিলিতি মদের দোকান।

কলকাতা বিমানবন্দরে ইন্টারন্যাশনাল টার্মিনালে যে মদের দোকান রয়েছে সেটি আবগারি দপ্তরের অধীনে নয়। Duty free মদ বিক্রি করে সেখানে মোটা অংকের শুল্ক আদায় করে শুল্ক বিভাগ। এবার আবগারি দপ্তরের উদ্যোগে ডোমেস্টিক টার্মিনালে মদের দোকান তৈরি করা হবে। যদিও মদ কিনে অন্য জায়গায় গিয়ে খেতে হবে কারণ সেখানে থাকবে না বসে খাওয়ার ব্যবস্থা। অফ শপ হিসেবে তৈরি হবে এই মদের দোকান।

ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবগারি দপ্তরের তরফে। বিমানবন্দর কর্তৃপক্ষ অনুমতি দিলেই হয়ে যাবে বাকি কাজ। যদিও কলকাতা বিমানবন্দর কিছুটা সবুজ সংকেত দিলেও রাজি হয়নি বাগডোগরা বিমানবন্দর। তাদের দাবি স্থানের অভাব তাই এখানে ইচ্ছে থাকলেও মদের কাউন্টার করা সম্ভব নয়। তবে কলকাতা বিমানবন্দরে মদের দোকান চালাবে রাজ্য সরকারের সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কর্পোরেশন।

আরো খবর: যমজ সন্তান কিন্তু জন্মসা’ল আ’লাদা আ’লাদা, হ’ত’বা’ক গো’টা পরিবার

তবে দোকানের কোনরকম দরপত্র প্রকাশ করা হয়নি। বিমানবন্দরে কি মদের দাম কিছুটা কম হবে! যেহেতু রাজ্যের প্রথম খুচরো মদের দোকান তাই দাম একই থাকবে। যদিও দিল্লিতে যে ব্র্যান্ডেড হুইস্কি পাওয়া যায় তার থেকে এখানে দাম অনেকটাই কম হবে। বিমানে একজন ব্যক্তি ৫ লিটার পর্যন্ত মদ নিয়ে উঠতে পারবেন।

সম্প্রতি মদের দাম রাজ্যে অনেকটাই কমে গিয়েছে। এরপর বিক্রিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আবগারি দপ্তর সূত্রে খবর ২০২০ ২১ অর্থ বর্ষে এ রাজ্যে মদের বিক্রির পরিমাণ ছিল ১২৩০০ কোটি টাকার। তবে গত অর্থ বর্ষের মাঝামাঝি সময়ে এই ব্যবসাটা হয়েছিল ৪৩২১ কোটি টাকার।

এছাড়া বর্ষবরণের সময় দেদার মদ বিকিয়েছে তিলোত্তমায়। এবারে বিমানবন্দর চত্বরেই পাওয়া যাবে মদ। সূরা প্রেমীরা ঘুরতে এসে টুক করে বিমানবন্দর থেকে মদ কিনে নিয়ে যেতে পারবেন।