সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আন্তর্জাতিক মঞ্চে ফের ভারত ধু’য়ে দিলো পাকিস্তানকে, লাদেন ই’স্যু’তে ইমরানের গা’লে সপাটে চ’ড়

আবারও পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে ভারতের কাছে ফের সপাটে চড় খেল। ভারত রাষ্ট্রসংঘে আরও একবার পাকিস্তানকে মোক্ষম জবাব দিল। রাইট টু রিপ্লাই অধিকারের ব্যবহার করে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন কাউন্সিলর এ. অমরনাথ পাকিস্তানের মুখ বন্ধ করে দেন।

রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশন কাউন্সিলর এ. অমরনাথ পাকিস্তানি প্রতিনিধিকে বলেন,” আপনি শান্তি আর সুরক্ষার বুলি আওড়াচ্ছেন, অন্যদিকে আপানদের প্রধানমন্ত্রী ইমরান খান ওসামা বিন লাদেনের মতো বৈশ্বিক জঙ্গিকে ‘শহীদ” তকমা দিচ্ছেন।”

এছাড়া সমিতির তর্ক সভায় অমরনাথ বলেন, “রাষ্ট্রসংঘের নির্দেশ অমান্য করে বৈশ্বিক সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে পাকিস্তান বারবার নিজের প্রতিবেশীদের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসে লিপ্ত হচ্ছে। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে মিথ্যে কথার ফুলঝুরি দিয়ে সবাইকে ভ্রান্তির মধ্যে রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

তবে, ভারত এর আগেও পাকিস্তানকে আয়না দেখিয়েছিল। রাষ্ট্রসংঘে ভারতের প্রথম সচিব স্নেহা দুবে পাকিস্তানকে মোক্ষম জবাব দিয়ে বলেছিলেন, “ইমরান খানের দেশে সাধারণ নাগরিক আর সংখ্যালঘুদের উপর বর্বরতা জারি রয়েছে। কিন্তু এরপরেও তাঁরা ভারতের বিরুদ্ধে বয়ানবাজি করে চলেছে। এরকম বিভ্রান্তি ছড়ানো দেশের বিরুদ্ধে সবাইকে একযোগে নিন্দা করা উচিৎ।”