সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা লক্ষ্মীর নামে নিজের কন্যার না’ম রাখুন, সৌ’ভা’গ্য নিয়ে আসবে পরিবারে

মা লক্ষ্মীকে বলা হয় সৌভাগ্যের দেবী। মা লক্ষ্মী চঞ্চলা তিনি কখনো কারোর বাড়িতে বাঁধা থাকেন না কিন্তু সর্বদা তিনি তার সন্তানদের উপর আশীর্বাদের বারী বর্ষণ করে থাকেন। অনেকেই নিজের সন্তানের নাম মা লক্ষ্মীর নামে রাখতে চান। বিশেষ করে কন্যা সন্তানদের মা লক্ষ্মীর সঙ্গেই তুলনা করা হয়।

আপনি কি সদ্য বাবা অথবা মা হয়েছেন নিশ্চয়ই ভাবছেন আপনার সন্তানের নাম কি রাখবেন। তবে এই নামগুলি রাখতে পারেন। লক্ষ্মী ঠাকুরের রয়েছে 108 খানা নাম। এর মধ্যে কিছু ইউনিক নামও রয়েছে। সেই নামগুলি আপনার কন্যা সন্তানের জন্য বাছাই করতে পারেন। এস দিয়ে যদি নাম রাখতে চান তবে সনভিতা নামটি রাখতে পারেন।

যার বাংলা অর্থ হলো মা লক্ষ্মী। এই নামের মেয়েরা অত্যন্ত সুখী হয়ে থাকেন।। এছাড়া এস দিয়ে শরণ্যা নামটিও রাখতে পারেন। গোলকধামে মা লক্ষ্মীকে ওই নামেই ডাকা হতো। আবার কেউ যদি এ দিয়ে নাম রাখতে চান তবে নাম হতে পারে আনিসা। আনিসা নামের অর্থ হলো আলো। আবার এই নাম মা লক্ষ্মীর প্রতীক বহন করে।

আরো খবর: সস্তার Android ফোন ল’ঞ্চ করলো Motorola, Jio-র গ্রাহকরা পাবেন দু’র্দা’ন্ত ছা’ড়

এই নামের মেয়েরা সর্বদা বাবা মায়ের জন্য খুশির বাতাবরণ নিয়ে আসেন। ডি দিয়ে নাম রাখতে চাইলে দেবশ্রী নামটি একেবারেই উপযুক্ত। এই নামটি যদিও যথেষ্ট জনপ্রিয়। দেবী লক্ষ্মীর আরেক নাম দেবশ্রী। দেবরাজ ইন্দ্রের স্ত্রী তিনি। পি দিয়ে নাম রাখতে চাইলে পদ্মালয়া নামটি রাখতে পারেন।

পদ্মের উপর অধিষ্ঠিত বলে দেবী লক্ষীকে ওই নামে সম্বোধিত করা হয়। ইউ দিয়ে নাম রাখতে পারেন উরভি। দেবী লক্ষ্মীর একটি নামের মধ্যে পড়ে আসলে এর সঙ্গে উর্বরতার প্রসঙ্গ জড়িত রয়েছে। মা লক্ষ্মী যেহেতু শস্য শ্যামলার প্রতীক।

তাই উর্বরতার সঙ্গে এই নামটি ওতপ্রোতভাবে জড়িত। বি দিয়ে নাম রাখতে চাইলে বরুনাবি নামটি রাখতে পারেন। এই নামটি যথেষ্ট আনকমন নাম। যিনি জল থেকে জন্মগ্রহণ করেন তাকেই বলা হয় বরুনাবি। আবার মা লক্ষ্মীকে এই বিশেষ নামটিতে ডাকা হয়।