সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মধ্যপ্রদেশে মহরমের তা’জি’য়া থেকে পাকিস্তান জি’ন্দা’বা’দ স্লো’গা’ন, ক’ড়া ব্য’ব’স্থা নিয়েছে প্র’শা’স’ন

ফের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে উঠলো ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান! মহরমের তাজিয়া বের করে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিলেন কিছু যুবক। এমন অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে। এই ঘটনাকে মোটেও হালকা ভাবে দেখছে না প্রশাসন। অভিযুক্ত যুবকের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

অভিযোগ, করোনা পরিস্থিতির মধ্যে যেকোনো ধরনের জমায়েত এবং ভিড় করে ধর্মীয় অনুষ্ঠান পালনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মধ্যপ্রদেশে। তবে কিছু মুসলিম যুবক মহরমের দিন তাজিয়া বের করার চেষ্টা করেন। প্রশাসন অবশ্য উদ্যোগ নিয়ে সেই তাজিয়া আটকে দেয়। এরপর উভয়পক্ষের মধ্যে বচসা শুরু হয়। ঠিক তখনই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে ওঠে এক যুবক! ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ১০ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেপ্তারির নোটিশ জারি করেছে পুলিশ। চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক। তাদের ধরার জন্য তল্লাশী শুরু করেছে পুলিশ। স্থানীয় এসপি সত্যেন্দ্র কুমার শুক্লা জানিয়েছেন যারা এমন অনভিপ্রেত স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিলেও তারা অবশ্য তালিবান সম্পর্কিত কোনো মন্তব্য করেনি বলেই জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনার খবর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কানে গিয়েও পৌঁছেছে। তিনি জানিয়েছেন, এই ঘটনাকে মোটেও হালকাভাবে দেখা হবে না। বদলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।