সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোহিনুর হী’রে প্রভু জগন্নাথ দেবের! ফি’রি’য়ে আনতে রাষ্ট্রপতিকে চিঠি ওড়িশার ধ’র্মী’য় সংগঠনের

ইংল্যান্ডের রাজা রানীর মুকুটে জায়গা পেয়েছে কোহিনূর হীরে। এই কোহিনুর নিয়ে ভারতীয়দের মধ্যে অনেক জল্পনা রয়েছে। আর হবে নাই বা কেন? এই হিরো তো একসময় ভারত থেকেই তুলে নিয়ে গিয়েছিল ব্রিটিশরা। এরপর দেশ স্বাধীন হলেও কোহিনূর হীরে ফিরে পাওয়া যায়নি। আজ ইংল্যান্ডের রানী এলিজাবেথের মৃত্যুর পর তার বড়ছেলের তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলার পাওয়ার কথা।

তবে এই কোহিনুর তো আসলে ভারতের সম্পত্তি। তাহলে সেটিকে ভারতে ফিরিয়ে আনা হবে না কেন? ইংল্যান্ড থেকে কোহিনূর ফিরিয়ে এনে তা পুরীর জগন্নাথ মন্দিরে দান করিয়ে দেওয়া হোক, সম্প্রতি এই মর্মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মারকলিপি জমা পড়েছে। শ্রী জগন্নাথ সেনা, উড়িষ্যার এই ধর্মীয় সংগঠনের তরফ থেকে এই আবদার রাখা হয়েছে ভারতের রাষ্ট্রপতির কাছে।

ব্রিটেনের নিয়ম অনুসারে কোহিনূর এখন চার্লসের স্ত্রী ক্যামেলার মাথায় শোভা পাবে। ওড়িশার শ্রী জগন্নাথ সেনা সংগঠনের আহবায়ক প্রিয়দর্শন পট্টনায়ক রাজ পরিবার থেকে কোহিনুর আবার ভারতে ফিরিয়ে আনার দাবি করেছেন। তার দাবি মহারাজ রঞ্জিত সিংহ আফগান শাসক নাদির সাহের সঙ্গে যুদ্ধে জয়লাভ করার পর হীরাটি হাতে পেয়েছিলেন। তারপর তিনি তার জগন্নাথকে দান করে দিয়ে যান।

আরো পড়ুন: পাকিস্তানে তৈ’রি পানীয় “রুহ আফজা” আ’র ভারতে বি’ক্রি হবে না, নি’র্দে’শ দিল্লি হাইকোর্টের

আপাতত হীরেটি জগন্নাথের সম্পত্তি বলে দাবি করেছেন তিনি। এই প্রথম নয় এর আগেও সংগঠনের তরফ থেকে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসে যোগাযোগ করে কোহিনুর ফিরিয়ে আনার জন্য আবেদন জানানো হয়েছিল। ২০১৬ সালে বাকিংহাম থেকে পৃথিবীর সরাসরি ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। পট্টনায়ক নিজে সেখানে যেতে চাইলেও তাকে ব্রিটেনে যাওয়ার ভিসা দেওয়া হয়নি।