সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হুবহু যে’ন বাজাজ অ্যাভেঞ্জার! আসছে ইলেকট্রিক মোটরবাইক, এক চা’র্জে যা’বে ২৫০ কিমি

মানুষ এখন পেট্রোল ডিজেল চালিত ইঞ্জিনের বদলে ইলেকট্রিক ইঞ্জিনের প্রতি বেশী মনোনিবেশ করেছে। বর্তমানে পেট্রোল ডিজেলের আকাশছোঁয়া দাম যা সাধারণ মানুষের কালঘাম ছুটিয়ে দিয়েছে। এত খরচা মানুষ আর সামলাতে পাচ্ছে না। বিশেষ করে বাইক, অনেকেই শখের জন্য পোষেন, এমনকি নানা ধরনের বাইক ব্যবহার করতে পছন্দ করেন। যদি পেট্রোল ডিজেল নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পায় তাহলে বলে রাখি, আপনার চিন্তা এবার দূর হতে চলেছে।

आज लॉंच होगी Komaki Ranger Electric Cruiser Bike, जाने क्या है फीचर

কারণ মাত্র একবার চার্জেই ২৫০ কিমি যাওয়া ইলেকট্রিক বাইক এবার লঞ্চ হতে চলেছে। বাইক্টির নাম কোমাকি রেঞ্জার। একেবারে মেড ইন ইন্ডিয়া। ভারতের সাইকেল বানানো একটি স্টার্ট আপ এবার ইলেকট্রিক ক্রুজার বাইক লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যে এই বাইকের ফার্স্ট লুক সবার সামনে এসে গেছে। এই বাইক নিয়ে দারুণ আত্মবিশ্বাসী সংস্থা, কারণ তারা জানিয়েছেন, এটাই দেশের প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক।

Exclusive: India's first electric cruiser bike Komaki Ranger to launch this  week

যদি আপনি এর ফার্স্ট লুক দেখেন তাহলে একবারেই আপনার বাজার এভেঞ্জারের মতোই দেখতে লাগবে। দেখলে মনেই হবে না ইলেকট্রিক বাইক। এই বাইকে আছে গোল হেডলাইট, সাথে আছে অক্সিলার লাইট,ইলেক্ট্রিক ইন্ডিকেটর, ক্রুজ কন্ট্রোল সুইচ। যদি শুধু ডিজাইন নিয়েই কথা বলা যায় তাহলে বলতেই হবে, বাজাজ এভেঞ্জারকে অনায়াসেই টক্কর দেবে এই বাইক। এই বাইকের বিশেষত্ব হল, এক চার্জেই বাইক দৌড়াবে ২৫০ কিমি। বাইকে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 4kwh। ৫ হাজার ওয়াটের মোটর যা কিনা পাওয়ার জেনারেট করতে সক্ষম।