সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Micro Insurance Plan নিয়ে এ’লো LIC, ২৮ টা’কা বি’নি’য়ো’গে মিলবে ২ লক্ষ টা’কা

মূলত যাঁদের রোজগার একটু কম তাঁদের জন্য অত্যন্ত লাভজনক LIC-র মাইক্রো এই বচত সেভিংস পলিসি (Micro Insurance Plan)৷ এই প্ল্যান করার পরে যদি পলিসি হোল্ডারের দুভার্গ্যবশত মৃত্যু হয় তবে পরিবার আর্থিক সাহায্য পাবে ৷ একই সঙ্গে পলিসি ম্যাচিউর হলে সেক্ষেত্রেও একপ্রস্থ টাকা দেওয়া হবে নমিনিকে ৷ মাইক্রো সেভিংসে যিনি নিয়মিত প্রিমিয়াম দেন তিনি ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পাবেন ৷ এটি নন লিঙ্কড পলিসি ৷ তিন বছর প্রিমিয়াম দিলেই মাইক্রো বচতের সুবিধাগুলি পাওয়া যাবে৷

কারা এই প্রকল্পটি গ্রহণ করতে পারেন?

১৮ থেকে ৫৫ বছর বয়সী যে কেউ এই প্রকল্পটি গ্রহণ করতে পারেন ৷ তবে এর জন্য কোনও ডাক্তারি পরীক্ষা করার প্রয়োজন নেই ৷ টানা তিন বছর প্রিমিয়াম দেওয়ার পরে যদি প্রিমিয়াম না দিতে পারেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ৬ মাস বিমার সুবিধা পাবেন ৷ এই পলিসির মেয়াদ ১০ বা ১৫ বছর ৷ মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বার্ষিক রূপে প্রিমিয়াম দিতে হবে ৷ এর মধ্যে দুর্ঘটনা ঘটলে তা বিমার আওতায় পড়বে।

১৮ বছরের কেউ যদি এই পলিসি ১৫ বছরের জন্য কিনে থাকেন তাঁকে প্রতি এক হাজার টাকায় ৫১.৫ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। ২৫ বছরের কেউ পলিসি ধারণ করলে দিতে ৫১.৬০ এমন ভাবেই বয়স অনুপাতে প্রিমিয়াম ধার্য হবে ৷

ধরে নেওয়া যাক কোনও ব্যক্তি ৩৫ বছর বয়সে ১৫ বছর ম্যচিউরিটির পলিসি করেন তাঁকে বছরভর প্রতি এক হাজার টাকায় ৫২.২০, যদি কেউ ২ লক্ষ টাকার পলিসি ধারণ করেন সেক্ষেত্রে ১০,৩০০ টাকা জমা করতে হবে ৷ রোজ ২৮ টাকা অথবা মাসে ৮৪০ টাকা করে প্রিমিয়াম দিতে হবে ৷ এই প্রকল্পে বিনিয়োগ করলে ঋণের ক্ষেত্রে সুদ দিতে হবে ৷ প্রিমিয়ামের জন্য এক মাসের ছাড় পাওয়া যাবে ৷ ম্যাচিউরিটির জন্য সর্বাধিক ৭০ বছর হতে হবে ।