সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গিনেজ বু’কে না’ম উ’ঠে’ছে বলিউড ছবির, ফিল্মটি গড়তে স’ম’য় লেগেছিল ২৩ বছর

বলিউডে এমন অনেক ছবি রয়েছে যেগুলো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। এর মধ্যে একটি ছবির নাম হল ‘লভ অ্যান্ড গড’। এই ছবি তৈরি করতে নির্মাতাদের তেইশ বছর সময় লেগেছিল। সাধারণত যে কোনো ছবি তৈরি করতে এক থেকে দুই বছর বড়জোর সময় লাগতে পারে। কিন্তু 23 বছর ধরে একটু একটু করে বানানো হয়েছিল এই ছবিটি, সিনে ইন্ডাস্ট্রিতে তা ইতিহাস গড়েছে।

Love And God Movie: Review | Release Date | Songs | Music | Images |  Official Trailers | Videos | Photos | News - Bollywood Hungama

লায়লা মজনুর অমর প্রেম নিয়ে বানানো হয়েছিল এই ছবিটি। ছবিটি মুক্তি পেয়েছিল 1986 সালে। এই ছবিতে সঞ্জীব কুমার মজনুর চরিত্রে অভিনয় করেছিলেন। লায়লার ভূমিকাতে অভিনয় করেছিলেন নিম্মি। 1966 সালে ছবির শুটিং শুরু হয়েছিল। এই ছবির শুটিং ছিল ঘটনাবহুল।

Love And God - ENG SUBS | Full Romantic Movie | Nimmi | Sanjeev Kumar |  Amjad Khan | 1986 - YouTube

প্রথমে অবশ্য সঞ্জীব কুমারের বদলে গুরু দত্তকে মজনু চরিত্রে কাস্ট করা হয়েছিল। কিন্তু তিনি পরের বছরই প্রয়াত হন। গুরুদত্তের প্রয়ানের পর ছবির শুটিং কয়েক বছরের জন্য বন্ধ হয়ে যায়। চার বছর পর সঞ্জীব কুমারকে মুখ্য চরিত্রে নেওয়া হয়। কিন্তু ছবির শুটিং বেশি দিন চলেনি।

Film History Pics on Twitter: "K. Asif started shooting 'Love And God' in  1963. Sanjeev Kumar replaced Guru Dutt after his death, when production  resumed in 1970. After K. Asif's death in

ছবির শুটিং শুরু হওয়ার পরই পরিচালক অসুস্থ হয়ে পড়েন। 1971 সালে তিনি প্রয়াত হন। পরিচালক কে আসিফের কেরিয়ারের শেষ পরিচালিত ছবি ছিল এটি। আট বছরে ছবির মাত্র 10 শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল। পরিচালকের মৃত্যুর পর তার স্ত্রী ছবিটিকে সম্পন্ন করেছিলেন। তবে ছবিটি যখন মুক্তি পায় তখন ছবির বেশির ভাগ কলাকুশলী আর জীবিত ছিলেন না।