সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Maruti Suzuki Celerio: মা’র্কে’টে আসছে নতুন ভ্যারিয়েন্ট, কবে ল’ঞ্চ হবে দেখে নিন

দীপাবলি এসে গেছে এবং অনেকেই মনে করেন দীপাবলিতে নতুন জিনিস বা নতুন কিছু বাড়িতে প্রবেশ করাবেন। এই সময়ে সমস্ত কেনাকাটাতেই যথেষ্ট ছাড় থাকে সেই জন্য অনেকেই চেষ্টা করেন দীপাবলির সময়ই নিজেদের প্রয়োজনীয় নানান জিনিস কিনতে। তবে এইবার যদি আপনি দীপাবলিতে গাড়ি কেনার কথা চিন্তা-ভাবনা করে থাকেন তবে এটাই একদম সঠিক সময়, কারণ ভারতে এবার লঞ্চ হতে চলেছে মারুতি সুজুকির নতুন সিলেরিও গাড়ি।

এই গাড়িটি ১০ই নভেম্বর লঞ্চ হতে চলেছে ভারতে। ধনতেরাসের দিন থেকে শুরু হয়ে গেছে এই গাড়ির বুকিং। আপনি চাইলেই এই গাড়ি প্রি বুকিং করতে পারবেন। আপনাকে তার জন্য বেশিদিন অপেক্ষা করে থাকতে হবে না। নিউ মডেলটি মারুটি সুজুকি কর্তৃপক্ষ লঞ্চ করতে চলেছে। মনে করা হয়েছে যে গাড়িটি বাজারে আসলে যথেষ্ট নিজের জায়গা করে নিতে পারবে মডেলটি।

মারুটি সুজুকি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এই মডেলটি হরিয়ানার ম্যানেজমেন্টে তৈরি করা হচ্ছে। এর আগেও এই মডেল অটোমোবাইল সংস্থা লঞ্চ করেছে কিন্তু এক্ষেত্রে এবার কিছু চমক রয়েছে। আপনি যদি এই গাড়ি সম্পর্কে আগ্রহী হন তাহলে মারুতি সুজুকির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই গাড়িটির বুকিং করতে পারেন।

বুকিং করতে পারেন আপনি মাত্র ১১ হাজার টাকায়। মারুতি সুজুকি সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সিলেটরে নতুন মডেলটি সর্বোচ্চ মাইলেজ দেবে। মাইলেজের দিক থেকে হুন্ডাই স্যান্ট্রো, টাটা টিয়াগোর সাথে যথেষ্ট টক্কর দেবে। গাড়ি টিতে ফিচারস হিসাবে পাওয়া যাবে ব্লুটুথ, এন্টারটেনমেন্ট সিস্টেম, অ্যাডজাস্টেবল সিট হাইট, স্টিয়ারিং মাউন্টেন অডিও, কন্ট্রোল ম্যানুয়াল এয়ারকন্ডিশনিং সিস্টেম। এই মডেলটি অন্যান্য আগের মডেল গুলো থেকে আয়তনে অনেক বড় হবে, এছাড়াও ডিজাইনের দিক থেকে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। এখন আপাতত গাড়ি প্রেমীরা এই গাড়িটির লঞ্চ হওয়ার অপেক্ষায় রয়েছেন।