সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কি অবস্থা, মা’ত্র ৩৬০ টা’কা’র রোল, দাম দি’তে হ’লো ৩ লা’খ! চক্ষু চড়কগাছ

ধরুন, কোন রেস্তোরাঁয় গেছেন রোল খেতে। বিল মেটানোর সময় যদি দেখেন তার দাম লক্ষ টাকা, তখন কী করবেন ভেবে দেখেছেন? ভাবলেই অজ্ঞান হতে হয় বলুন! ঠিক এই রকম একটি ঘটনা ঘটেছে, যেখানে গ্রাহক একটি রোল কিনেছিলেন, তাকে ৩৬০ টাকা মূল্যের একটি Steak bakeSausage roll-এর জন্য প্রায় ৩ লক্ষ টাকা বিল করা হয়েছিল।

আর এই কীর্তি হল ব্রিটিশ বেকারি চেইন ‘Greggs’-এর। কিন্তু কিভাবে এই তথ্য সামনে এল? গ্রেগের কর্মচারী এই সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করেছিলেন, আর সেখান থেকেই সবকিছু জানা যায়। জানা যায়, গ্রেগের কর্মচারী জেসমিন অলিভিয়া ভুলবশত কার্ড থেকে ৩ লাখের বেশি বিল করে ফেলেছেন।

গ্রেগের কর্মচারী একটি TikTok ভিডিও পোস্ট করে তার ভুল স্বীকার করেছেন। তিনি তার ভিডিওতে বলেছেন যে “আমি ভুল করেছি। এখন আমি ভয় পাচ্ছি। এখন ভাবছি চাকরি হারাবো।” জেসমিনের টিকটকে ভাইরাল হওয়া ভিডিওতে তাকে ভয়ঙ্কর ভয় পেতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার অপেক্ষা। এটি ১৮ লাখেরও বেশি মানুষ দেখেছেন। ভিডিওটি ভাইরাল হতেই অনেকেই জেসমিনের পোস্টে মন্তব্য করছেন।

একজন ইউজার লিখেছেন, ‘এই কারণেই আমি আমার কার্ডে ১০০ পাউন্ডের বেশি রাখি না’। আরেক ইউজার লিখেছেন, কাউন্টারে বিলিং করার সময় তিনিও এমন ভুল করেছেন। মন্তব্য করে এই ব্যবহারকারী লিখেছেন যে একবার তিনি চিজ অনিয়ন বেক এবং সসেজ রোলের জন্য প্রায় ২ লাখ টাকা নিয়েছিলেন।