সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জিভের রং হ’য়ে গিয়েছে কালো ও লোমশ! নতুন রো’গ দে’খে হ’ত’বা’ক চিকিৎসকরা

৫০ বছরের এক ব্যক্তির অদ্ভুত এক রোগ আবিষ্কার করলেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণের রাজ্য কেরলে। ওই ব্যক্তির জিভ ভরে যায় কালো লোমে। ভাবছেন তো এও কি কখনো সম্ভব! এই আজব বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন সংবাদমাধ্যমেও শুরু হয়েছে তুমুল আলোচনা। এ কি তবে কোনো বিরল রোগ! JAMA Dermatology-নামক পত্রিকায় এ বিষয়ে বিস্তারিত লেখালেখি হয়েছে।

জানা যাচ্ছে ওই ব্যক্তির জিভ যে ক্রমশঃ কালো লোমে ভরে যাচ্ছে তা তিনি নিজেই লক্ষ্য করেছিলেন। এমন অদ্ভুত সমস্যা দেখে তিনি ভেবেছিলেন এ হয়তো কোনো চর্মরোগ হবে, তাই দেরী না করে তৎক্ষণাৎ চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন তিনি।

এর আগে তাঁর হঠাৎই স্ট্রোক হয়। সেই রোগ থেকে বাঁচতে তাঁকে একটি বিশেষ ডায়েট বা খাদ্য পরিকল্পনায় রাখেন চিকিৎসকরা। কিন্তু সেই ডায়েট শুরু করার পর থেকেই এহেন নতুন সমস্যার সম্মুখীন হন তিনি। এ প্রসঙ্গে চিকিৎসকদের বক্তব্য, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগের নাম লিঙ্গুয়া ভিলোসা নিগ্রা বা কালো লোমশ জিভ।

আরো পড়ুন: বিয়ে করতে চলেছেন জুবিন, “কবীর সিং” খ্যাত নায়িকার সা’থে সাত পাকে বা’ধা প’ড়’তে চলেছেন গায়ক

তিন মাস আগে এই ব্যক্তির স্ট্রোক হয়েছিল। স্ট্রোকের কারণে তাঁর বাঁদিকটা পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়ে। সেখান থেকে সুস্থ হওয়ার দু-মাসের মাথায় তাঁর স্বাস্থ্য সেবিকারা লক্ষ্য করেন, তাঁর জিভটা এমন কালো হয়ে যাচ্ছে। পরীক্ষা করে দেখা গেছে, জিভের মধ্যে কালো লোমশ যে জিনিস দেখা যাচ্ছে, তার গোড়ার দিকে একটা হলুদ আভা রয়েছে।

আর যার কারণে মনে করা হচ্ছে, লোমের গোড়ায় খাবার আটকে যাওয়ার কারণে হলুদ রং তৈরি হয়েছে। এর পর ওই ব্যক্তির মিউকাসের নমুনা পরীক্ষা করা হলে সেখানেও কোনরকম জৈবিক সংক্রমণ ধরা পড়েনি।

সেখান থেকেই বোঝা যায়, জিভের উপর ছোট ছোট লাম্প তৈরি হওয়ার কারণে এই রোগ আক্রমণ করেছে। এগুলির দৈর্ঘ্য ১ মিলিমিটার পর্যন্ত হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। ওষুধে দ্রুত এই রোগ নিরাময় সম্ভব।