সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়িতে ছোট্ট সন্তান খে’তে চা’ই’ছে না, বারবার ফোন এলেও রাস্তায় আন্দোলনে সা’মি’ল মা

সল্টলেকের করুণাময়ীতে চাকরির দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের বাইরে আমরণ অনশন চালাচ্ছেন টেট আন্দোলনকারীরা। এমনকি স্লোগানের সুর চড়াচ্ছেন আন্দোলনকারীরা।

হুগলির তারকেশ্বর থেকে কেয়া দাস সেই আন্দোলনে সামিল হতে এসেছেন সোমবার। তিনি ২০১৪ সালের প্যানেলে ছিলেন। ইন্টারভিউও দিয়েছিলেন। কিন্তু চাকরি মেলেনি।

তিনি জানান, ইন্টারভিউও ভালো হয়েছিল। কিন্তু চাকরি হল না। কেন হল না এখন সিবিআই হওয়ার পর বুঝতে পারছি। যত অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হয়েছে। আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি মেলেনি।

আরো পড়ুন: টা’কা বিলি করে বি’পু’ল ভোটে জ’য়ী হলেন প্রার্থী, পরেরদিন ভোটাররা বুঝলেন সবই জা’ল টা’কা

তিনি বাড়িতে আড়াই বছরের ছেলেকে স্বামীর কাছে রেখে এসেছেন। মাকে কাছে না পেয়ে সে খাচ্ছে না। তাই স্বামী বারবার ফোন করেছেন। ছেলেকে মায়ের গলা শোনাচ্ছেন।

তিনি এমন উৎকণ্ঠা বুকে তা সত্ত্বেও দাঁতে দাঁতে চিপে তবু রাস্তা বসে আছেন। সহ-আন্দোলনকারীদের সঙ্গে। গলা মেলাচ্ছেন স্লোগানে।

ঝাড়গ্রাম থেকে আসা মিঠু নন্দী ২০১৪-র প্যানেলে ছিল। কিন্তু চাকরি মেলেনি। তাই আন্দোলনে সামিল হতে চলে এসেছেন। সঙ্গে রয়েছে মেয়ে।