সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্কুল সার্ভিস কমিশন ভে’ঙে দেওয়া হো’ক, শিক্ষক নি’য়ো’গ ই’স্যু’তে বললো হাইকোর্ট

নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক মামলা কলকাতা হাইকোর্টে। শূন্যপদে নিয়োগ দুর্নীতি নিয়ে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকারের অবস্থান আলাদা হওয়ায় দারুণ ক্ষুব্ধ হয়েছেন বিচারপতি বিশ্বজিত বসু। রাজ্যের অবস্থান ও এস এস সির অবস্থান যদি একই না হয় তাহলে এস এস সি ভেঙ্গে দেওয়া হোক।

শূন্যপদ মামলায় বেনজির পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিত বসুর। আগামীকাল এই ইস্যুতে রাজ্যের জবাব তলব করেছে কলকাতা হাইকোর্ট। শূন্যপদ মামলায় এবার দারুণ অস্বস্তির মধ্যে রয়েছে স্কুল সার্ভিস কমিশন। কারণ একটি বিষয় নিয়ে রাজ্য ও এস এসসির অবস্থান একেবারেই আলাদা।

যা দেখে দারুণ ক্ষুব্ধ হয়ে উঠেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি। এদিন বিশ্বজিৎ বসু জানিয়েছেন, রাজ্যের অবস্থান ও এস এসসির অবস্থান এক না হলে তাহলে কমিশনকে ভেঙ্গে দেওয়া হোক। একটি বিষয় নিয়ে দুই পক্ষের অবস্থান এক হবে না কেন?

আরো পড়ুন: ৫৫ টা’কা মাসে জমিয়ে রি’টা’র্ন পান ৩ হাজার টা’কা, জানুন বিস্তারিত

দেখা যাচ্ছে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা আদালতের নির্দেশ মেনেই বঞ্চিতদের আগে নিয়োগ করা হবে, কিন্তু এখানে আবার স্কুল সার্ভিস কমিশন ঐ শূন্যপদ্গুলোতে অবৈধভাবে চাকরি পাওয়াদের পূর্বহালের জন্য আবেদন করছে। আর এই নিয়েই দারুণ চটেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।