সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫৫ টা’কা মাসে জমিয়ে রি’টা’র্ন পান ৩ হাজার টা’কা, জানুন বিস্তারিত

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, যেটা কৃষকদের মাথায় রেখেই শুরু করা হয় । যার মধ্যে অন্যতম কিষান সম্মান নিধি যোজনা, কিষাণ ক্রেডিটা কার্ড। ঠিক সেইরকমি আবার কৃষকদের জন্য আরেকটি প্রকল্প কেন্দ্র সরকারের পক্ষ থেকে।

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। এই প্রকল্পের দ্বারা কৃষকেরা নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করতে পারবে। এই প্রকল্পের সুবিধা পাবে ১৮-৪০ বছরের কৃষকেরা। যে সমস্ত কৃষকেরা ২ হেক্টর কিংবা তার কম জমির মালিক তারা এই সুবিধা পাবে।

এক কথায় বলতে গেলে এটি কৃষকদের পেনশন সিস্টেম, এতে মাসে মাসে কৃষকেরা যদি ৫৫ থেকে ২০০ টাকা পর্যন্ত রাখে তাহলে ৬০ বছর পর থেকেই তারা প্রতি ৩ মাস অন্তর ১ হাজার টাকা নিশিচত পাবে সেটাও আবার নূন্যতম আর সর্বোচ্চ ৩০০০ টাকা।

আরো পড়ুন: বাংলায় ঘটা রো’মহ’র্ষ’ক ঘটনাকে প’র্দা’য় ফু’টি’য়ে তুলবেন অক্ষয় কুমার

এর জন্য আবেদন করতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার নিকটতম ব্যাঙ্কে। সেখানেই আপনি এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।