সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টা’কা বিলি করে বি’পু’ল ভোটে জ’য়ী হলেন প্রার্থী, পরেরদিন ভোটাররা বুঝলেন সবই জা’ল টা’কা

বাংলাদেশের সিরাজগঞ্জে ভোট জিততে জাল টাকা বিলি করলেন খোদ ভোটপ্রার্থী। সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছিলেন মহম্মদ সুমন সরকার।

মহম্মদ সুমন সরকার এবার জিতেও যান। তবে ওই জেলা পরিষদের সাতজন সদস্য অভিযোগ করেছেন ভোটে জেতার জন্য তিনি এলাকায় টাকার বান্ডিল বিলি করেছিলেন। আর ভোটারদের বলে এসেছিলেন যে, এখনই এই টাকা ব্যবহার করবেন না। করলে সমস্যায় পড়ে যাবেন।

পরে সেই ভোটে জেতার পরে দেখা যায় যে টাকা দেওয়া হয়েছিল তা সবই জাল। এদিকে খোদ প্রার্থীই জাল নোট দিয়েছেন এই অভিযোগ সামনে আসতেই চারদিকে হইচই পড়ে গিয়েছে।

আরো পড়ুন: ৩ কোটির গাড়ি ছা’ড়ি’য়ে আনতে লাগবে ৮৫ কো’টি! আইনি জটিলতায় বি’পা’কে ব্যবসায়ী

অভিযোগ, তিনি রবিবার রাতে এলাকায় গিয়ে জাল টাকা বিলি করেন। সোমবার ভোটাররা তাঁকে ঢালাও ভোট দিয়ে আসেন। এরপর ওই টাকা দোকানে নিয়ে গিয়ে কেনাকাটা করতে গিয়ে দেখেন সবই তো জাল টাকা।

আরও অভিযোগ, সবটাই হয়েছে চুপি চুপি। এখন কেউ আর ওই জালনোট বাইরেও বের করতে পারছেন না। তবে জাল নোট দেওয়ার কথা একেবারেই অস্বীকার করেছেন তিনি। এমনকি একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, তিনি কাউকে জাল নোট দেননি।