সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩ কোটির গাড়ি ছা’ড়ি’য়ে আনতে লাগবে ৮৫ কো’টি! আইনি জটিলতায় বি’পা’কে ব্যবসায়ী

গত বছর এপ্রিল মাসে চট্টগ্রাম ইপিজেডের হংকং এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘জেড অ্যান্ড জেড ইনটিমেটস লিমিটেড’ রোলস-রয়েস কালিনান গাড়িটি আমদানি করেছিল।

এটি আমদানির পর চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় নেওয়া হয়। বাংলাদেশে এই গাড়ির দাম ২ কোটি ৭৭ লক্ষ ২০ হাজার টাকা । আমদানির পর দেশের শুল্ক ও গোয়েন্দা কর্তারা গাড়িটিকে বাজেয়াপ্ত করেন।

জানা গিয়েছে, রোলস-রয়েসের এই গাড়ির জন্য মোট ৫৭ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এমনকি সেই সঙ্গে ২৮ কোটি ২৯ লাখ টাকা শুল্ক-কর পরিশোধ করতে হবে।

আরো পড়ুন: হাতে ৫ হাজার টা’কা নিয়েই মুম্বই এসেছিলেন নোরা, দীর্ঘ ল’ড়া’ই’য়ে’র পর সা’ফ’ল্য পেয়েছেন মিস ফতেহি

বাংলাদেশের কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান গত ১২ অক্টোবর এই নির্দেশ দিয়েছেন। আমদানিকারককে ৩০ দিনের মধ্যে কর এবং জরিমানা মিটিয়ে দিতে বলা হয়েছে।