সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নেতাজির অ’ন্ত’র্ধা’ন র’হ’স্য উন্মোচন করতে কোনো পদক্ষেপ নেয়নি মোদি সরকার, কুণালের তো’প কেন্দ্রকে

নেতাজির 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশজুড়ে স্মরণ করা হয়েছে তাকে। এই বিশেষ দিনে দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানোর কথা ঘোষণা করেছে মোদি সরকার। তবে নেতাজির অন্তর্ধান রহস্য সমাধান করার উদ্দেশ্যে মোদি সরকার কার্যত কোনো পদক্ষেপ করেনি বলেই অভিযোগ করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। সোমবার তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাদ পড়েছে নেতাজি ট্যাবলো। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত শুরু হয়েছে। এমতাবস্থায় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজি ট্যাবলো বাদ পড়া প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক বলেন নেতাজির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে যে যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ছিল তার মধ্যে একটিও নেয়নি কেন্দ্রীয় সরকার। তিনি আরো বলেন মুখার্জি কমিশন বলে দিয়েছিল রেনকোজি মন্দিরের চিতা ভস্ম নেতাজির নয়। তবুও তার উপযুক্ত তদন্ত হয়নি।

কুনাল কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, কেন সাধারণ মানুষের সামনে নেতাজি সংক্রান্ত সমস্ত ফাইল আনা হচ্ছে না? একইসঙ্গে নেতাজিকে কেন দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তিনি ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন 1943 সালের একুশে অক্টোবর আজাধীন সরকার ঘোষণা করেছিলেন সুভাষচন্দ্র বসু। তবে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য কোনো পদক্ষেপ নেয়নি মোদি সরকার। সুভাষচন্দ্র বসুকে প্রথম প্রধানমন্ত্রীর স্বীকৃতি দেওয়া হলো না কেন? প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ।

23 শে জানুয়ারি নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করা হয়েছে। এদিকে অমর জওয়ান জ্যোতি নিভিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে তীব্র নিন্দা করে প্রতিক্রিয়া দিয়েছেন কুনাল ঘোষ। তিনি বলেন ভারতের ইতিহাসে বাংলাদেশের যুদ্ধ অন্যতম কৃতিত্ব। এর মাধ্যমে ভারত বর্ষ এক নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছিল। সেই যুদ্ধে শহীদ জওয়ানদের নিয়ে কি অসুবিধা হচ্ছিল কেন্দ্র সরকারের? কেন্দ্র ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।