সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিনেমার প্ল’ট বা’স্ত’বে, রে’পি’স্ট’কে ধরতে তার সাথেই স’ম্প’র্ক গড়ে শ্রী’ঘ’রে পাঠালেন মহিলা SI

বন্ধুত্বের ফাঁদ পেতে নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত অপরাধীকে পাকড়াও করলেন দিল্লী পুলিশের মহিলা সাব ইন্সপেক্টর প্রিয়াঙ্কা সোনি। ডাবরি থানায় কর্মরত দিল্লী পুলিশের এসআই প্রিয়াঙ্কা সোনি প্রথমে ফেসবুকের একটি ভুয়ো অ্যাকাউন্ট থেকে অপরাধীর কাছে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। এরপর তার সঙ্গে বন্ধুত্ব করে দেখা করার নাম করে তাকে গ্রেফতার করেন। তার এই অসাধারণ বুদ্ধিমত্তার দরুন সর্বস্তরে প্রশংসিত হচ্ছেন তিনি।

অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ, কয়েক মাস আগে এক নাবালিকার সঙ্গে তার আলাপ হয়। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যা থেকে পরবর্তী দিনের শারীরিক সম্পর্ক হয়। তবে তারপর থেকেই ওই মেয়েটির সঙ্গে ‌ যোগাযোগ বন্ধ করে দেয় অভিযুক্ত। তার ফোন ধরা বন্ধ করে দেয় এমনকি ফোন নাম্বারও বদলে নেয়। অভিযুক্ত সঙ্গে কোনো ভাবে যোগাযোগ করতে না পেরে শেষমেশ পুলিশের দ্বারস্থ হয় ওই নির্যাতিতা তরুণী।

তবে পুলিশ কিছুতেই তাকে ধরতে পারছিল না কারণ তার ফোন নাম্বার বদলে গিয়েছিল। দিল্লি পুলিশের মহিলা এসআই প্রিয়াঙ্কা সোনি এর পর অভিযুক্তকে ধরার জন্য অন্য পন্থা অবলম্বন করেন। তিনি ফেসবুক মারফত ওই যুবকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন এবং তার সঙ্গে দেখা করার কথা বলেন। ওই যুবকও সেই ফাঁদে পা দিয়ে ফেলে। গত ৩১শে জুলাই দেখা করার নাম করে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত ওই যুবক দ্বারোকায় একটি চুড়ির দোকানে কাজ করে বলে জানা গিয়েছে। শুধু ওই নাবালিকায় নয়, অভিযুক্তের বিরুদ্ধে মহিলাদের প্রতারণা করার আরও অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। বিগত দেড় বছর ধরে সে এই কাজ করছে। প্রিয়াঙ্কা সোনি যেভাবে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অভিযুক্তকে পাকড়াও করেছেন তাতে তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন।