সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনের কোচ পুরোটাতেই কাঁচের, কলকাতা থে’কে এই ট্রেনে ঘু’রে আসুন দেশের ৩ টি জা’য়’গা

গরমকালে এই ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে যেতে চান পাহাড়ে? সেখানকার ঠান্ডা মনোরম দৃশ্য আপনার মন এবং শরীরের মলিনতাকে ধুয়ে মুছে সাফ করে দেবে।

আর ট্রেনে করে গেলে সেই মনোরম দৃশ্য একেবারে ১০০ শতাংশ উপভোগ করা যাবে। এই বছরে গ্রাহকদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে আইআরসিটির তরফে চালু করা হয়েছে অতিরিক্ত ৪৫টি ট্রেন এবং চালু করা হয়েছে এক বিশেষ কোচ।

আইআরসিটির তরফে এই বিশেষ কোচের নাম দেওয়া হয়েছে ‘ভিস্তাডোম’। পুরোটাই কাঁচের তৈরী এই বিশেষ কোচ বানানো হয়েছে পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য।

আরো পড়ুন: স্বয়ং মহাদেবের আশীর্বাদ র’য়ে’ছে এই ৪ রাশির জাতক-জাতিকাদের উ’প’র

এই বিশেষ কোচের সিটগুলি ভীষণ আরামদায়ক। তাছাড়া এর মধ্যে রয়েছে ওয়াইফাই সিস্টেম। ভারতের বিশেষ কয়েকটি জায়গায় এই সুবিধাগুলি পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

১) ঘুম : দার্জিলিং এর এই বিশেষ শহর ঘুম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী এক স্থান। এই ছোট্ট শহরটি সবুজ প্রাকৃতিক মনোরম দৃশ্যে মোড়া। নিউ জলপাইগুড়ি থেকে ভিস্তাডোম কোচে করে দেড় ঘণ্টা লাগে এই শহরটি ঘুরতে।

২) জিরো ভ্যালি : ভারতের উত্তর পূর্বের পাহাড়ি রাজ্য অরুণাচল প্রদেশের লোয়ার সুরানসিরির জেলার ছোট পাহাড়ি অঞ্চল জিরো ভ্যালি। সুন্দর এই মনোরম দৃশ্য উপভোগ করতে হলে ভিস্তাডোম কোচে করে সফর করতে পারেন ইউনেস্কোর লিস্টে থাকা এই শহরের।

৩) পাতালপানি জলপ্রপাত : মধ্যপ্রদেশে অবস্থিত এই জায়গাটি অত্যন্ত সুন্দর। মধ্যপ্রদেশ থেকে ভিস্তাডোম কোচে করে এই মনোরম জায়গাটি ঘুরতে যেতে পারেন, আর সাথে রাখতে পারেন একটি দূরবিন, যাতে চোখ রেখে আপনি ভেসে যেতে পারেন দূরের মনোরম সৌন্দর্য্যে।