সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তিনি ইউক্রেনের ফার্স্ট লে’ডি, যু’দ্ধে’র আ’ব’হে উ’ঠে এলো তাঁর জীবনের অ’জা’না কা’হি’নী

তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তারা বিশ্ব। রাশিয়া প্রতিদিন অল্প অল্প করে আক্রমণ করছে ইউক্রেনকে। এরই মধ্যে কিছু মানুষের কথা আমরা সংবাদমাধ্যমের সামনে শুনতে পেয়েছি যারা অতি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে ফিরে এসেছে দেশে।

আজ আরও একজন ব্যক্তির কথা আপনাদের বলব যার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। 44 বছর বয়সী ওলেনা জেলেনস্কার ইউক্রেনের ফার্স্ট লেডি।

পেশায় চিত্রনাট্যকার এই ফার্স্ট লেডির কোন অফিশিয়াল অফিস নেই ইউক্রেনে। কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধে তিনি বিশেষ একটি ভূমিকা পালন করেছেন।

ইউক্রেনের প্রথম মহিলা হিসেবে, তিনি সক্রিয়ভাবে শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে সুষম খাদ্যের ক্ষেত্রে কাজ করেন। এই কাজ করার পেছনে রয়েছে একটি গল্প। তার যখন শিশু জন্ম নেয় তখন তিনি খাওয়া-দাওয়ার ব্যাপারে একেবারে বেপরোয়া হয়ে গিয়েছিলেন।

আরো পড়ুন: সবুজ কা’টা কা’টা লোমযুক্ত অ’দ্ভু’ত আ’কৃ’তি’র সাপ! ভাইরাল ভিডিও

একসঙ্গে অনেকটা ওজন বাড়িয়ে ফেলেছিলেন তিনি। তবে পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শমতো এবং সুষম আহার এর মাধ্যমে কমিয়ে ফেলতে পেরেছিলেন প্রায় 10 কেজি মাত্র তিন মাসে। রাতে যখন ইউক্রেনকে আক্রমণ করেছিল তখন এই মহিলা এক মিডিয়া পোস্টে লেখেন, আজ আমি ভয় পাই না।

আমি কাঁদছি না।আমি আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে থাকবো। আমি এবং আমার সন্তান আমার স্বামীর পাশে এসে দাঁড়াবে। ইউক্রেনের প্রথম এই মহিলা জন্মগ্রহণ করেন ইউক্রেনের কিভ রোগ শহরে। বর্তমান প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি এই শহরে বড় হয়েছিলেন।

ওলেনা সাধারণত রাশিয়া ভাষায় কথা বলেন। কিন্তু একই শহরে থাকাকালীন কখনো দুজনের সঙ্গে দেখা হয়নি। পরবর্তীকালে যখন দুজনের সঙ্গে দেখা হয় তখন ক্রিভো রোগ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওলেনা তখন স্থাপত্য অধ্যায়ন করছেন, জেলেনস্কি আইন অধ্যয়ন করছেন।

আরো পড়ুন: ইন্টারেস্টিং ভে’রি ইন্টারেস্টিং থে’কে চিৎকারে ব’দ’লে গেল “বাবা গো মা গো”! জ’ম্পে’শ ভাইরাল ভিডিও

ইউক্রেনের বৃহত্তম বিনোদন অনুষ্ঠান প্রযোজক সংস্থা হল গ্রুপ কোয়াটার ৯৫। ভলোদিমির জেলেন্সকি এই প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। সেখানে ওলেনা স্ক্রিপ্ট রাইটার হিসেবে যোগদান করেন।

তারা ২০০৩ সালে বিবাহ করে সংসার করেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আজও অব্যাহত। এমন পরিস্থিতিতে নারী এবং শিশুদের দিকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন জেলেনোস্কা।