Home রাজ্য High Alert: ১৪৪ ধা’রা জা’রি এই এলাকায়, জেনে নিন বিস্তারিত

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

High Alert: ১৪৪ ধা’রা জা’রি এই এলাকায়, জেনে নিন বিস্তারিত

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে ৫ দিন পরেও অধরা রয়াল বেঙ্গল টাইগার। প্রথমে কুলতলির ৫ নম্বর গোপালকাটা গ্রামে বাঘ ঢুকে পড়েছিল। পরে সেই বাঘ আশ্রয় নেয় ডোঙাজোড়া গ্রাম লাগোয়া পিয়ালি নদীর চরের ম্যানগ্রোভের জঙ্গলে।

এবার পশ্চিমবঙ্গের কুলতলিতে জারি হল ১৪৪ ধারা। ইতিমধ্যেই দু’জনকে জখম করেছে বাঘ। গত কয়েকদিন ধরে বাঘ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বন দফতর। একাধিকবার বিভিন্নভাবে টোপ দিয়ে খাঁচা পাতা হলেও বাঘ ধরা দেয়নি। তাই সপ্তাহের প্রথম দিন বাঘ ধরার জন্য ঘুম পাড়ানি গুলি করা হয়।

এদিকে, বনকর্মীরা গত কয়েকদিন ধরে জাল, খাঁচা পেতে রাখলেও বাঘটিকে ধরতে না পারায় রবিবার বনাধিকারিক ও বন কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। একদিকে বাঘের আতঙ্কে প্রাণ সংশয়, অন্যদিকে চার-পাঁচদিন ধরে কাজে যেতে না পারায় চরম আর্থিক সংকটে পড়েছেন গ্রামের দিন-আনা, দিন খাওয়া মানুষগুলো। বাঘটি ধরা না পড়ার জন্য বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন গ্রামবাসী থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্বও।