সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবুজ কা’টা কা’টা লোমযুক্ত অ’দ্ভু’ত আ’কৃ’তি’র সাপ! ভাইরাল ভিডিও

বিচিত্র পৃথিবীর বৈচিত্র্যময় সৃষ্টি ।পৃথিবীর অনেক সৃষ্টির রহস্য এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। রহস্য সন্ধানের জন্য বিজ্ঞানীরা ছুটে চলছে । গ্রহ থেকে গ্রহান্তরে পাড়ি দিচ্ছেন তারা। একের পর এক খোঁজ মিলে চলছে নতুন প্রাণীর।

এমনই এক অদ্ভুত প্রাণীর খোঁজ মিলল থাইল্যান্ডের । প্রাণীটি হলো এক প্রকারের রোমশ সাপ । এতদিন তো আমরা অনেক প্রকৃতির সাপ দেখেছি । লাউডগা থেকে শুরু করে এনাকোন্ডা কিন্তু রোমশ সাপের দেখা প্রথমবার মিলল।

26 শে ফেব্রুয়ারি থাইল্যান্ডের দেখা মেলে দুই ফুটের এই রোমশ সাপটি । এক ব্যক্তি এই সাপটিকে প্রথমে চিনতে না পারায় নিজের বাড়িতে নিয়ে আসে । এরপর বনদপ্তর এ খবর দেয় । সাপটি সবুজ রংয়ের রোমে ঢাকা ।

আরো পড়ুন: দক্ষিণ চীন সাগরে ম’হ’ড়া’য় সা’মি’ল চীনের নৌ-বাহিনী, তবে কি এ’বা’র তাইওয়ান?

তবে গ্রামবাসীদের মতে দীর্ঘদিন শ্যাওলার মধ্য থেকে সাপটি রোমশ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বেশ হৈচৈ ওঠে । নেটিজেনদের মতে এরুপ সাপ আগে কখনো দেখা যায়নি । বনদপ্তর সাপটিকে জঙ্গলে ছেড়ে আসে ।