Home ব্যবসা বাণিজ্য নিউ বিজনেস আইডিয়া: রো’জ ৪-৫ হাজার টা’কা আ’য় করবেন ভাবছেন? তবে শুরু...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিউ বিজনেস আইডিয়া: রো’জ ৪-৫ হাজার টা’কা আ’য় করবেন ভাবছেন? তবে শুরু করুন এই ব্য’ব’সা

করোনা পরিস্থিতিতে অনেকেই লাভজনক ব্যবসার খোঁজ করছেন। অনেকে ব্যবসা করে ইতিমধ্যেই লাভ পেতে শুরু করেছেন। আবার অনেকেই লাভজনক ব্যবসার সন্ধান পাননি। যারা এখনো লাভজনক ব্যবসা খাতে বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হলো ভুট্টার ফ্লেক্স বা কর্নফ্লেক্সের ব্যবসা। এই ব্যবসা করে আপনি দিনে ৪-৫ হাজার টাকা, এমনকি মাসে লাখ টাকারও বেশি উপার্জন করতে পারবেন।

এই ব্যবসার পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য নির্দিষ্ট পরিমাণ জমি থাকতে হবে আপনার কাছে। যদি আপনার কাছে জমি থেকে থাকে তাহলে আপনি সেখানে ভুট্টা থেকে ফ্লেক্স তৈরি করার জন্য প্রয়োজনীয় মেশিন বসিয়ে নিতে পারবেন। এর সঙ্গে বিদ্যুতের সংযোগ, জিএসটি নম্বর, কাঁচামাল, স্থান এবং স্টক রাখার জন্য একটি গুদাম ঘরেরও প্রয়োজন হবে। যদি আপনি ভুট্টা নিজের জমিতে চাষ করে নিতে পারেন সেক্ষেত্রে কাঁচামালের পেছনে আপনার খরচ কম হবে।

নতুবা যদি দূর-দূরান্ত থেকে ভুট্টা সংগ্রহ করে নিয়ে এসে কাজ করতে চান সে ক্ষেত্রে ব্যবসাটি ব্যয়বহুল হয়ে পড়বে। তাই উন্নত প্রজাতির ভুট্টা নিজের জমিতেই চাষ করা ভালো। এক কেজি ভুট্টা থেকে ফ্লেক্স তৈরি করতে খরচ হয় প্রায় ৩০ টাকা। বাজারে আপনি সহজেই প্রতি কেজি ৭০ টাকায় কর্নফ্লেক্স বিক্রি করতে পারবেন। সেই হিসেবে আপনি যদি প্রতিদিন বাজারে ১০০ কেজির কর্নফ্লেক্স বিক্রি করতে পারেন, তাহলেই প্রভূত অর্থ উপার্জন করতে পারবেন।

আপনি কতখানি লাভ চাইছেন, তার উপর ভিত্তি করে এই ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। যদি আপনি বড় মাত্রায় লাভ নিতে চান তাহলে আপনাকে বড় মাত্রায় বিনিয়োগ করতে হবে। যদি ছোট করে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে লাভের পরিমাণ কমে আসবে। তবে প্রাথমিকভাবে বিনিয়োগ করার ক্ষেত্রে ৫-৮ লক্ষ টাকা বিনিয়োগ করে নতুন ব্যবসা শুরু করতে পারবেন আপনি।