সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দক্ষিণ চীন সাগরে ম’হ’ড়া’য় সা’মি’ল চীনের নৌ-বাহিনী, তবে কি এ’বা’র তাইওয়ান?

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামার নাম নেই ৷ এই অবস্থায় আবার চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ চিন সাগরে চিনা নৌ-বাহিনীর মহড়া ৷ দক্ষিণ চিন সাগরের ভিয়েতনাম উপকূলের কাছে বিতর্কিত জায়গায় চিনা নৌ-বাহিনীর মহড়ায় মোটেই স্বস্তিতে নেই ভিয়েতনাম, চিনা তাইপেইয়ের মতো দেশগুলি।

দক্ষিণ চিন সাগরে নতুন করে উত্তেজনা বাঁধিয়েছে চিনা সেনা বা চিনের পিপলস লিবারেশন আর্মি ৷ বিতর্কিত ওই জলপথে এখন বাণিজ্যিক জাহাজের বদলে চিনা নৌবাহিনীর জাহাজই বেশি মাত্রায় দেখতে পাওয়ার আশঙ্কা ৷

মহড়া জোরকদমে শুরু হলে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচল আদৌ সম্ভব কী না, তা নিয়ে সন্দেহ রয়েছে ৷ চিনের পক্ষ থেকে যদিও এটিকে রুটিন মহড়া হিসেবেই বলা হয়েছে ৷

আরো পড়ুন: ইন্টারেস্টিং ভে’রি ইন্টারেস্টিং থে’কে চিৎকারে ব’দ’লে গেল “বাবা গো মা গো”! জ’ম্পে’শ ভাইরাল ভিডিও

আগামী ১৫ মার্চ পর্যন্ত এই মহড়া চলবে বলে জানানো হয়েছে। চিনা নৌবাহিনীর মহড়ার স্থান ভিয়েতনাম উপকূলের হুয়ে শহর থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ভিয়েতনাম সরকার ৷

চিনের সঙ্গে প্রতিবেশি দেশগুলির বিরোধ নতুন কথা নয় ৷ তাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালীনই চিনা সেনা ওই অঞ্চলে কোনওরকম পদক্ষেপ নেবে কী না, গোটা বিশ্বই তা নিয়ে চিন্তিত ৷