সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

CoWin থেকেই এবার Download করা যাবে ইন্টারন্যাশনাল ট্র্যাভেল সার্টিফিকেট, জানুন প’দ্ধ’তি

CoWIN থেকেই এবার ডাউনলোড করা যাবে ইন্টারন্যাশনাল ট্র্যাভেল সার্টিফিকেট; কী ভাবে জানুন। ৩০ সেপ্টেম্বর থেকে CoWIN-এ এই পরিষেবা চালু করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম CoWIN-এ যেখানে কোভিডের ভ্যাকসিন সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যায়। কোভিডের ভ্যাকসিনের স্লট বুকিং থেকে শুরু করে সেই ভ্যাকসিনের সার্টিফিকেট ডাউনলোড- সব কিছুই এই CoWIN অ্যাপের মাধ্যমে করা যায়।

এখন এই CoWIN থেকেই ডাউনলোড করতে পারবেন ইন্টারন্যাশনাল ট্র্যাভেল সার্টিফিকেট । এই ট্র্যাভেল সার্টিফিকেটে জন্মের তারিখ, করোনার ভ্যাকসিনের নাম, ক’টি ডোজ নেওয়া হয়েছে, কবে নেওয়া হয়েছে সেই মাস এবং তারিখ, ভ্যাকসিনটি কবে তৈরি হয়েছে, তার ব্যাচ নম্বর- সব কিছুই উল্লেখ করা থাকবে।

CoWIN-এর এই ইন্টারন্যাশনাল ট্র্যাভেল সার্টিফিকেট ডাব্লুএইচও-এর ইন্টারন্যাশনাল ট্র্যাভেল গাইডলাইন্স মেনেই তৈরি করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে CoWIN-এ এই পরিষেবা চালু করা হয়েছে।

ন্যাশনাল হেলথ অথরিটি-র সিইও আরএস শর্মা জানিয়েছেন ” আন্তর্জাতিক মানের করোনার ভ্যাকসিনের ডিজিটাল প্ল্যাটফর্ম CoWIN এখন যুক্ত হল WHO-DDCC:VS ডেটা ডিকশনারির সঙ্গে। এর থেকে ইন্টারন্যাশনাল ট্র্যাভেলাররা তাদের ইন্টারন্যাশনাল ট্র্যাভেল সার্টিফিকেট সহজেই ডাউনলোড করতে পারবে।’’

তবে, ইউজাররা CoWIN অ্যাপে লগিং করেই ইন্টারন্যাশনাল ট্র্যাভেল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে নিজেদের মোবাইল নম্বরের মাধ্যমে লগ ইন করতে হবে।ইউজাররা CoWIN অ্যাপে লগ ইন করার পরেই দেখতে পাবে ‘ইন্টারন্যাশনাল ট্র্যাভেল সার্টিফিকেট’ নামের নতুন অপশনটি।