সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যাঙ্গালোরের রাস্তায় অ’দ্ভু’ত দর্শন গাড়ি ছুটে চলেছে, চোখ আ’ট’কে রইলো সকলের

বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যে প্রতিদিন কিছু না কিছু নিত্য নতুন আবিষ্কার হয়েই চলেছে। আমরাও রোজ কত কিছু দেখছি আর অবাক হচ্ছি। আমাদের জীবনের প্রয়োজনে অনেক কিছুই বিজ্ঞাপন আবিষ্কার করেছে আজ আমাদের রোজ কাজে লাগে। আবার কত কিছুই আবিষ্কার হচ্ছে নিছক সখ পূরণের জন্য।

ঠিক তেমনি একটি নতুন আবিষ্কারের কথাই আজকের এই প্রতিবেদনে জানাবো। আমাদের দেশ অর্থাৎ ভারতে টেকনোলজির দিক থেকে সবচেয়ে উন্নত সিটি বলা হয় বেঙ্গালুরুকে। কারন এখনও অব্দি সবচেয়ে বেশি টেক সংস্থা ওই শহরেই রয়েছে। আর তাই তো বেঙ্গালুরুকে টেক সিটিও বলা হয়।

যত নিত্য নতুন ডিভাইস, গাড়ি সব এই জায়গাতেই আগে দেখতে পাওয়া যায়। আর ঠিক তেমনি একটি গাড়ি দেখা গেলো বেঙ্গালুরুর রাস্তায়। জেপি নগরের কাছে এই গাড়িটি দেখা গিয়েছে। এই গাড়িটি বেশ অদ্ভুত মডেলের।

আরো খবর: নে’শা’গ্র’স্ত অবস্থায় ভিনরাজ্য থেকে ২৫০০ টা’কা’র বিরিয়ানি অ’র্ডা’র তরুণীর, এরপর যা হলো

কারন এই গাড়িটির ৩ চাকার গাড়ি কিন্তু চার চাকার মতোই দেখতে। আবার সিঙ্গেল সীটেড। অর্থাৎ একজনই বসতে পারবে যিনি চালক। আর এমন একটা গাড়ি দেখে সকলেই বেশ অবাক হয়েছেন। জানা গেছে এই গাড়িটির মালিক ফণীশ নাগরাজ। এই মানব চালিত গাড়িটি নেদারল্যান্ড থেকে কেনা হয়েছে।

যার দাম বেশ বড়ো অঙ্কেরই। আর এই গাড়িটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে।যেটা রেভান্থ নামে একজন টুইটারে পোস্ট করেছেন। আর এই ভিডিওটি দেখা মাত্রই অনেকে এটি পছন্দ করেছেন। নিত্য নতুন আবিষ্কারের প্রশংসাও করেছেন নেটিজেনরা অনেকেই।