সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নে’শা’গ্র’স্ত অবস্থায় ভিনরাজ্য থেকে ২৫০০ টা’কা’র বিরিয়ানি অ’র্ডা’র তরুণীর, এরপর যা হলো

নেশার ঘোরে মানুষ কি কি কাজ করতে পারে একটু বলুন তো? কখনও বা সে তার প্রাক্তনীকে ফোন করে মেসেজ করে পুরোনো কথা বলতে পয়ারে, আবা আবার রাগের মাথায় কাওকে যা নয় তাই বলতেও পারে। বেশিরভাগ ক্ষেত্রে নেশার ঘোরে মানুষ উলটো পালটা জিনিসই করে থাকে।

কিন্তু তাই বলে নেশাল ঘোরে বিরিয়ানী অর্ডারের কথা তেমন একটা শোনা যায় না, আবার সেই বিরিয়ানী যদি হয় আবার ভিন রাজ্য থেকে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, একেবারে আকাশ্ছোয়া দামে বিরিয়ানিওর্ডার করেছেন এক মত্ত মহিলা। যখন হুশ তার ফিরেছে তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, আর তখনি সে নিজের এই কান্ড শেয়ার করেছে স্যোশাল মিডিয়ায়।

জোমাটো তাদের ২০২২ সালে একটি রিপোর্ট পেশ করেছেন তাতে দেখা গিয়েছে মানুষ অনলাইন ডেলিভারির মাধ্যমে বিরিয়ানি বেশি অর্ডার করে থাকে। গত বছরের নাকি দেশে প্রতি মিনিটে ১৮৬ টি বিরিয়ানি ডেলিভারি করেছে জোমাটো।

আরো খবর: কি জিনিসে সবচেয়ে বে’শি নে’শা হয়ে থাকে?

এবার সেই একই কাজ করলেন সেই মহিলা, একেবারে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর থেকে বিরিয়ানী অর্ডার করে ফেলেছেন, যার বিল দাঁড়িয়েছে ২৫০০ টাকা। অর্ডার করার সময় তার বিন্দুমাত্র হুশ ছিল না, কিন্তু জ্ঞান ফিরতেই তার চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। সত্যি এটা কি তিনি ঠিক দেখছেন।

এদিকে আবার এই পোস্ট দেখে সবাই মজা পেয়েছেন অনেকেই অনেক কমেন্ট করা শুরু করেন। এমনকি জোমাটো নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে লেখেন, সুবি বিরিয়ানি যখন গিয়ে আপনার দরজায় পৌঁছাবে তখন আপনার হ্যাঙ্গ ওভারটা ভালোই কাটবে, আপনার অভিজ্ঞতা কেমন হল সেটা জানাতে ভুলবেন না কিন্তু।