সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’ম’তে পারে তাপমাত্রা! আগামী ২৪ ঘন্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা!

অবশেষে স্বস্তির খবর দিল হাওয়া অফিস। কমতে চলেছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জারি হয়েছে সমগ্র রাজ্য জুড়ে। সূত্রে খবর বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিক থাকবে। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে।

গত কয়েকদিন ধরেই প্রচন্ড দাবদাহে কাঁপছে গোটা রাজ্য। প্রখর রোদে রাস্তায় বেরিয়ে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই রুদ্ধশ্বাস গরমে মাথায় হাত পড়েছে বঙ্গবাসীর।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপও বাড়ছে।এই অবস্থায় হিট স্ট্রোকের আশঙ্কাও দেখা দিয়েছে।দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় বইছে লু। এবার স্বস্তি পাবে বঙ্গবাসী।

আরো খবর: কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ১১ টি নার্সিং কলেজ পা’চ্ছে পশ্চিমবঙ্গ, কোথায় কোথায় হ’বে?

হাওয়া অফিস সূত্রে খবর রাজ্য জুড়েই স্থানীয় বজ্রগর্ভ মেঘের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এরফলে বৃহস্পতিবার অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। এরপর শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকবে দক্ষিণের জেলাগুলিতে।

অন্যদিকে শনিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কমতে থাকবে । রবিবার থেকে আবার সূর্য তার তেজ দেখাতে শুরু করবে।