সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অর্পিতা খু’ন হ’য়ে যেতে পারেন: ইডি

অর্পিতা মুখোপাধ্যায়কে খুন করা হতে পারে মনে করছে ইডি। আপাতত জেলেই থাকতে চান অর্পিতা মুখোপাধ্যায়। শুক্রবার তাঁর আইনজীবীরা জামিনের আবেদনই করলেন না আদালতে।

তাঁরা জানিয়েছেন, অর্পিতাকে জেলে রাখা হোক প্রথম শ্রেণির কয়েদি হিসেবে। এসএসসি ‘দুর্নীতি’তে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে শুক্রবার আদালতে তোলা হয়।

ইডি হেফাজত শেষে দু’জনেরই ১৪ দিনের জেল হেফাজতের আর্জি জানায় ইডি। সেই আবেদনের পাল্টা পার্থ জামিনের আবেদন করলেও অর্পিতার আইনজীবীরা জামিনের আর্জি জানাননি।

আরো পড়ুন: দেশের পু’রো কাঠামো আমাকে দিন, তখন দেখিয়ে দে’বো! রাহুলের কথায় হাসির রোল দেশজুড়ে

এদিন অর্পিতার আইনজীবী আদালতকে আরও দু’টি বিষয় জানিয়েছেন। এক, অর্পিতার জীবনযাপনের দিকে নজর রেখে যেন তাঁকে প্রথম শ্রেণির কয়েদি হিসেবে জেলে থাকতে দেওয়া হয়। দুই, অর্পিতার নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। কেন না, তাঁকে প্রাণের ভয় আছে।