সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Credit ও Debit কা’র্ড নিয়ে জা’রি হলো ন’য়া নি’য়’ম, না জানলেই ব্যবহার ক’র’তে গিয়ে পড়বেন স’ম’স্যা’য়

পেটিএম, ফোন পে সহ একাধিক ই-পেমেন্ট মাধ্যমে এতদিন যারা অনলাইনে বিল পেমেন্ট করে এসেছেন তাদের এবার নতুন নিয়ম মানতে হবে। অনলাইন লেনদেন অ্যাপস ব্যবহার করে বিদ্যুতের বিল, জলের বিল, ওটিটি প্ল্যাটফর্মের বিল পেমেন্ট করতে চাইলে এবার থেকে প্রত্যেক বার পেমেন্টের আগে গ্রাহককে নোটিফিকেশন পাঠাবে ব্যাংক। ৫০০০ টাকার বেশি পেমেন্ট করতে হলে প্রত্যেকবার ব্যাংকের তরফ থেকে ওটিপি আসবে।

অনলাইন জালিয়াতি রুখতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন অভিনব একটি পদক্ষেপ গ্রহণ করলো। যেখানে গ্রাহকের অনুমোদন ছাড়া অটোমেটিক পেমেন্ট করা যাবে না। গ্রাহকেরা অনেক সময় অটোমেটিক মোড লাগু করে দেন যাতে বিদ্যুতের বিল এবং জলের বিলের মত পেমেন্টগুলি অটোমেটিক্যালি গ্রাহকের একাউন্ট থেকে কেটে নেওয়া হয়। কিন্তু এবার থেকে আর সেই সুযোগ থাকছে না।

পয়লা অক্টোবর থেকে চালু হতে চলেছে এই নতুন নিয়ম। চলতি বছরের মার্চ মাস থেকেই অবশ্য এই নিয়ম চালু হওয়ার কথা ছিল। কিন্তু ই-পেমেন্ট সংস্থাগুলি সংশ্লিষ্ট দপ্তরের তরফ থেকে সময় চেয়ে নেয়। যে কারণে সময় বাড়িয়ে পয়লা অক্টোবর করা হয়েছে। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে চালু করা এই নতুন নিয়ম অনুসারে এবার অনলাইনে বিল পেমেন্ট করতে হবে গ্রাহকদের।

অটো-ডেবিট পেমেন্টের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হলেও UPI এর অটোপে সিস্টেম এর দ্বারা প্রভাবিত হবে না বলেই জানানো হয়েছে। উল্লেখ্য এই পরিষেবা পেতে হলে ফোন নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংকড থাকা জরুরী। কারণ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে জড়িত থাকা নম্বরেই যাবতীয় এসএমএস পাঠানো হবে বলে জানানো হয়েছে।