সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উৎসবেই রে’ক’র্ড গড়লো রাজ্য, ম’দ বেঁ’চে রাজ্যের পকেটে মুনাফা ঢুকলো ১০০ কো’টি

এবার পুজোতে প্রত্যেকদিন মদের দোকান খুলে রাখার ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার। আর তাতেই কার্যত রাজ্যের ভাড়ার ফুলে-ফেঁপে উঠলো। পুজোর মরসুমে স্রেফ মদ বিক্রি করেই ১০০ কোটি টাকা মুনাফা অর্জন করে নিল নবান্ন! এই খতিয়ান তুলে ধরা হয়েছে নবান্নের তরফ থেকেই। উৎসবের মরসুমে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে এই বাংলায়।

আবগারি দপ্তরের তরফ থেকে প্রদত্ত হিসেব বলছে, পুজোর মাত্র পাঁচ দিনের মধ্যে মদ বিক্রি করেই রাজ্যের উপার্জন হয়েছে ১০০ কোটি টাকারও বেশি! সাধারণত পাঁচ দিনের গড় হিসেব করলে মদ বিক্রি করে 40 কোটি টাকা আয় হয় রাজ্যের। এই হিসেব বলছে, গতবারের তুলনায় এই বছরের পুজোতে মদ বিক্রি করে দ্বিগুণেরও বেশি আয় ‌হয়েছে রাজ্য সরকারের।

পুজোর পাঁচদিন মদের দোকান দিনরাত খোলা ছিল। তবে সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে নবমীর দিনে। নবমীর দিন মদ বিক্রির পরিমাণ ৩০ কোটি টাকা ছাড়িয়েছিল। রাজ্যের এক্সাইজ ডিপার্টমেন্ট বলছে, এই পূজোতে মদ বিক্রি করে রাজ্যের কোষাগার যে লাভ তুলেছে তা কার্যত রেকর্ড।

আবগারি দপ্তর থেকে রাজস্বের একটা বড় অংশ যায় নবান্নে। আবগারি দপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে, এই বছরে পুজোতে জেলাগুলিতে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছে। এর মধ্যে শুধু পূর্ব মেদিনীপুরেই ২৭ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ৮৪৯ টাকার মদ বিক্রি হয়েছে।