সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জনসাধারণরা ফের পে’তে পারেন স্ব’স্তি, ফের উল্লেখযোগ্য হা’রে ক’ম’তে পারে পেট্রোল-ডিজেলের দা’ম

বেশ কিছু মাস ধরে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়ে ছিল সাধারণ মধ্যবিত্ত মানুষের। কিন্তু আস্তে আস্তে এই দাম এবার কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এর পিছনে রয়েছে করোনা মহামারী। মহামারীর প্রকোপ আরো একবার বাড়তে থাকায় বিশ্বব্যাপী জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম খুচরো বিক্রির ক্ষেত্রে দাম কিছুটা কমতে পারে।

বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের ১০ দিন আগে ৮৪.৭৮ ডলার প্রতি ব্যারেল। যেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে ৭৮.৮৯ ডলার প্রতি ব্যারেল। আন্তর্জাতিক বাজারে এই ঘাটতি আগামী দিনে দামের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি উঠানামা করেছিল, যেটি কিছুটা স্থিতিশীল হয়েছে গত ৪ নভেম্বর থেকে।

গত মাস পর্যন্ত বেশিরভাগ জায়গায় পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল।তবে দীপাবলীর আগে পেট্রোল এবং ডিজেলের থেকে যথাক্রমে ৫ টাকা এবং ১০ টাকা ছাড় দিয়েছিল কেন্দ্র সরকার। এই ছাড় পেয়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।

উল্লেখ্য, বেশকিছু রাজ্যে পেট্রোল এবং ডিজেলের দাম কমে গেলেও কলকাতায় এখনো পর্যন্ত ১ লিটার পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা, প্রতি লিটার ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা। দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৩.৯৭ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৮৭.৬৭ টাকা।