সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার দা’ম কমলো সর্ষের তেলের, জানুন কারণ

একসাথে পরপর সুখবর। যেন মনে হচ্ছে সত্যিই আবার দিন ফিরছে, সম্প্রতি কিছুদিন আগেই পেট্রোল-ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাস এবং ভোজ্যতেলের দাম আকাশছোঁয়া হয়ে পড়েছিল যার ফলে মধ্যবিত্তের হেঁশেলে পড়ছিল টান।

জ্বালানির দাম ক্রমশই বেড়ে যাওয়ার কারণে তৈরি হচ্ছিল মুদ্রাস্ফীতি, তবে এইরকম অবস্থায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে একটি সিদ্ধান্ত যেখানে পেট্রোল ডিজেলের ওপর থেকে কমানো হবে শুল্ক।

এরকম একটি সিদ্ধান্তের ফলে জ্বালানির দাম এখন আস্তে আস্তে কমতে পারে। এরকম একটি খবর আম জনতার কাছে সত্যিই একটি সুখবর। এই সুখবর সাথে সাথে ও আরেকটি সুখবর এসেছে মধ্যবিত্তদের জন্য, কারণ এবার জানা যাচ্ছে সরষের তেলের দামেও আসতে পারে বিরাট পরিবর্তন।

আরো পড়ুন: হিটলারের চেয়েও নিম্নমানের কা’জ হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ক্ষু’দ্ধ মমতা

ইতিমধ্যেই ইন্দোনেশিয়া থেকে সরষের তেলের রপ্তানি শুরু হয়ে গেছে যার ফলে সর্ষের তেলের দামের ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। গত সপ্তাহ থেকেই তেল এবং তৈলবীজের দাম অনেকটাই কমে গিয়েছে।

কাচ্চি ঘানি সরষের তেল তেলের দামের ক্ষেত্রে বর্তমানে ৪০ টাকা কমে গিয়েছে। ভোজ্যতেলের ক্ষেত্রে ৪০ টাকা দাম কমা মানে একটি বিরাট পরিবর্তন।

তবে আগের সপ্তাহের থেকে এই সপ্তাহের সরষের তেলের দাম কমেছে ১০০ টাকা কমেছে। অন্যদিকে দাম কমেছে সয়াবিনের। বর্তমানে প্রতি কুইন্টাল এর দাম দাঁড়িয়েছে ৭,২২৫ থেকে ৭,১২৫ টাকা অন্যদিকে অপরিশোধিত পাম তেলের দাম প্রতি কুইন্টালে কমেছে ৫০০ টাকা এবং পামোলিন দিল্লির দাম দাঁড়িয়েছে ৬০০ টাকা কমে।